বুড়িচংয়ে অটোরিকশা চুরির সময় মহিলাসহ আটক দুই

মোঃ জহিরুল হক বাবু।।
কুমিল্লার বুড়িচংয়ে ভাড়ার কথা বলে কৌশলে ব্যাটারী চালিত একটি অটোরিকশা চুরি করে নিয়ে যায় চুরের দল। ঘটনার দুই ঘন্টাপর চোরাই অটোসহ দুই চুরকে আটক করে পুলিশে দেয় স্থানীয় জনতা।

জানা যায়, জেলার বরুড়া উপজেলা সদরের আলী আজ্জমের ছেলে মোঃ হোসেন প্রতিদিনের মতো বুধবার সকাল ১০ টায় অটোরিকশাটি নিয়ে বরুড়া অটো স্টেন্ডে বসা ছিলো। এসময় চারজন লোক ভাড়ায় বুড়িচং উপজেলা নিমসার এলাকায় আসবে বলে অটোরিকশায় উঠে।

নিমসার এসবি ব্রিক ফিল্ডের সামনে এসে একজনকে অটোরিকশায় বসিয়ে বাকী ৩ জন চালক মোঃ হোসেনকে নিয়ে লেপ, তোষক আনার জন্য একটি বাড়ীতে প্রবেশ করে। পরে কৌশলে তাঁরা বাড়ী থেকে পালিয়ে যায়। ১০ মিনিট অপেক্ষা শেষে হোসেন রাস্তায় এসে দেখে তাঁর অটোরিকশাটি নেই।

বিভিন্ন এলাকায় খুজাখুজির পর দুপুর সাড়ে ১২ টায় পাশের গ্রাম হালগাও এলাকার সুলতান মিয়ার বাগানের সামনে পাকা রাস্তায় অটোরিকশাটি দেখতে পায় হোসেন। হোসেন এসময় চিৎকার চেচামেচি করিলে চোরের দল পালিয়ে যাওয়ার কালে স্থানীয়রা এক মহিলাসহ দুইজনকে আটক করে। আটককৃতরা হলো চান্দিনা উপজেলার হোসেনপুর গ্রামের গোপাল চন্দ্র ভৌমিক এর ছেলে রাজন চন্দ্র ভৌমিক (নব মুসিলম হওয়ার পর নাম মোঃ সুমন) (৩৬) ও বরিশাল জেলার মেহেন্দীগঞ্জ থানার নয়াখালী গ্রামের মানুমা বেগম(৩০)।

খবর পেয়ে দেবপুর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক কাজী হাসান উদ্দিন ঘটনাস্থলে পৌছে, তাঁদের আটক করে ফাড়িতে নিয়ে আসে।

এ ঘটনায় অটোচালক মোঃ হোসেন বাদী হয়ে পলাতক দুইজনসহ চার জানের নামে বুড়িচং থানায় মামলা দায়ের করে।

দেবপুর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক কাজী হাসান উদ্দিন জানান, আসামীরা বর্তমানে ফাঁড়িতে আছে, বৃহস্পতিবার সকালে তাদের আদালতে পাঠানো হবে।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  

You cannot copy content of this page