বুড়িচং প্রতিনিধি।।
বুধবার সকালে কুমিল্লার বুড়িচং উপজেলা প্রশাসনের উদ্যোগে আসন্ন সার্বজনীন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এক প্রস্তুতি মূলক আলোচনা সভা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মৎ সাবিনা ইয়াসমিন এবং পরিচালনা করেন উপজেলা পূজা উদযাপন পরিষদ কমিটির সাধারণ সম্পাদক মুধু সুধন দত্ত।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বুড়িচং থানার ওসি তদন্ত মোঃ মাকসুদ আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুল মান্নান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রৌশনারা বেগম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মোস্তফা মাঈদুল মোর্শেদ মুরাদ,উপজেলা কৃষি বিদ কৃষি কর্মকর্তা আফরিনা আক্তার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রোকসানা খানম মুন্নী, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা, বাকশীমুল ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল করিম, রাজাপুর ইউপি চেয়ারম্যান মোঃ গোলাম মোস্তফা, উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মোঃ ফরিদ উদ্দিন, খারেরা বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার আব্দুল ছোবান, শংকুচাইল বিজিবি ক্যাপের নায়েক আব্দুর রশিদ চৌধুরী।
আরও বক্তব্য রাখেন উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বিষ্ণু কুমার ভট্টাচার্য্য, যুগ্ম সম্পাদক সমর মিত্র, নিবাশ চন্দ্র মাষ্টার, নারায়ণ চন্দ্র দাশ, বাকশীমুল ইউনিয়ন পূজা উদযাপন কমিটির সভাপতি স্বপন কুমার সাহা, তপন চন্দ্র পোদ্দার, লিটন চন্দ্র দে, তিমন মিত্র, রাবিন্দ্র রায়, পীর যাত্রাপুর ইউনিয়ন পূজা উদযাপন কমিটির সভাপতি ডা. চিত্তরঞ্জন দত্ত, রাজাপুর ইউনিয়ন কমিটির সভাপতি সুধীর চন্দ্র কর্মকার, সেক্রেটারি কমল মিত্র সিদাম, মোকাম ইউনিয়ন কমিটির সেক্রেটারি গৌতম ভৌতিক, নান্টু ঘোষ, সহ সকল কমিটির সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।
আরো দেখুন:You cannot copy content of this page