বুড়িচং ও দেবিদ্বার থানা পুলিশের যৌথ সভা; আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে জিরো টলারেন্সের ঘোষনা

মো.জাকির হোসেন।।
কুমিল্লার বুড়িচং ও দেবিদ্বার থানা পুলিশের যৌথ উদ্যোগে গতকাল সোমবার বিকেলে বুড়িচং উপজেলার মনঘাটা এলাকায় দুটি উপজেলার সীমান্ত এলাকায় চুরি, ডাকাতি, ছিনতাই, মাদকসহ আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রনের লক্ষ্যে এক জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় দু’টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা অপরাধীদের বিরুদ্ধে জিরো টলারেন্স’র ঘোষনা দেন।

বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফজলুল হক মুন্সীর সভাপতিত্বে এসভায় বক্তব্য রাখেন দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ মোঃ আরিফুর রহমান ও বুড়িচং থানার অফিসার ইনচার্জ মোঃ আলমগীর হোসেন, দেবপুর ফাঁড়ির আইসি মোঃ আব্দুল্লাহ আল মামুন, দেবিদ্বার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ সামিউদ্দিন।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন, মোকাম ইউনিয়নের সাবেক আ’লীগ সাধারন সম্পাদক অরুণ কুমার পাল, ইউনিয়ন যুবলীগ সাবেক সভাপতি মোঃ সাহেব আলী, আ’লীগ নেতা মোঃ ফজলুল হক খান, মোঃ কবির হোসেন, মোকাম ইউনিয়ন আ’লীগ সাংগঠনিক সম্পাদক মহসিন কামাল , ইউপি সদস্য সাইফুদ্দিন, আব্দুর রহিম, মোঃ লিটন, মোঃ ওয়ালী উল্লাহ, হাফেজ আলী আশ্রাফ, মান্নান মেম্বার, নজরুল ইসলাম,তাজুল ইসলাম, মোঃ শাহজাহান, এসআই কাজী হাছান উদ্দিন, মোঃ রুহল আমিন, রাজীব চৌধুরী ও এএসআই জহিরুল ইসলাম সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় বিজয়’৭১ হলের সাবেক সহ-সভাপতি মোঃ বিল্লাল হোসেন ও সাংবাদিক মোঃ জাকির হোসেন। কোরআন ও গীতা পাঠ করেন যথাক্রমে মাওলানা সুলতান আহমেদ ও গৌতম সরকার।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  

You cannot copy content of this page