০৮:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুবিতে রোটার‍্যাক্ট ক্লাবের উদ্যোগে আয়োজিত হতে যাচ্ছে ‘ক্যারিয়ার বিফোর ডিগ্রি’ কৃষি কর্মকর্তার ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন বুড়িচংয়ে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের দ্বিতীয় সমন্বয় সভা অনুষ্ঠিত কুমিল্লায় ব্যাংকে চেতনানাশক রুমালের ফাঁদ, ১ লাখ টাকাসহ রুমাল পার্টির সদস্য আটক ব্রাহ্মণপাড়ায় শিশু আরশির মৃত্যুর রহস্য উদঘাটন, বড় বোন কারাগারে কুমিল্লায় মাহফিলে যাওয়ার ২ দিন পর মৎস্য ঘেরে মিলল যুবকের মরদেহ মুরাদনগরে শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে হোম ভিজিটের নির্দেশ কুমিল্লায় ট্রাক-সিএনজি-অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩, আহত ৫ হাজী ইয়াছিনকে মনোনয়ন দেন, কুমিল্লার তরুণ প্রজন্ম তাঁকে বিজয়ী করবে বুড়িচংয়ে সম্পত্তির জেরে নারীকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ

ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুনকে ‘ভুয়া বিএনপি’ বললেন সেলিম ভুঁইয়া

  • তারিখ : ০৯:৫৬:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫
  • 534

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির সম্মেলনে আলোচিত হন বুড়িচং-ব্রাহ্মণপাড়া আসনের মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন। তাকে বিএনপির কেউ না বলে আখ্যায়িত করেছেন দলটির কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভুঁইয়া। একইসঙ্গে তিনি তাকে আওয়ামী লীগের সুবিধাভোগী বলেও মন্তব্য করেন।

সোমবার (২৫ আগস্ট) দুপুরে কুমিল্লা টাউন হল মাঠে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন সেলিম ভুঁইয়া।

এসময় অধ্যক্ষ মো সেলিম ভুঁইয়া বলেন, গতকাল হোমনা এবং মেঘনা উপজেলার আসন পূনর্বিন্যাসের মামলার শুনানির সময় ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন দীর্ঘক্ষণ বক্তব্য রাখলেন।

এসময় তিনি ২০১৮ সালের নির্বাচনকে সুষ্ঠু নির্বাচন বলে দাবি করেন। আমি জনতার কাছে জানতে চাই, আপনারা কি অই সময়ে নির্বাচনে অংশ নিতে পারছিলেন.? পারেন নাই, তাহলে কিভাবে এটি সুষ্ঠু নির্বাচন হইলো। তখন দিনের ভোট হয়েছিল রাতে। মানুষ কেন্দ্রে যেতে পারে নাই। ঐ সমস্ত লোকজন ও নাকি বিএনপির নমিনেশন চায়। অথচ এই লোক বলছে নির্বাচন নাকি সুষ্ঠু হয়েছিল।

তখন উপস্থিত সকল দর্শক তাকে আর কোন বক্তব্য রাখতে দেন নাই। ভুয়া ভুয়া স্লোগান দিয়ে তাকে সেখান থেকে নামিয়ে দিয়েছে। এসমস্ত লোকজন এখন বিএনপির সুবিধা নিতে আসছে।

গত ১৭ বছর কোন খোজ না নিয়ে এখন আসছে সুবিধা নিতে। এরা মুলত বিএনপির কেউ না আজকের এই সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্ব আসবে। এই নেতৃত্বে যেন কিছুতেই আওয়ামিলীগের দোসররা জায়গা না পায় সেদিকে খেয়াল রাখতে হবে।

আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলায় যারা বাদি হয়েছেন, স্বার্থ নিয়েছেন তারা যেন এ কমিটিতে না আসে। কারন, এখন সবাই ই বিএনপি। কিন্ত যখন আওয়ামিলীগ আমলে মিছিল মিটিং করতাম তখন অই সুশিলগুলাকে খুজে পাওয়া যেত না। এখন মিডিয়াতে ছবি দেখানোর জন্য তাদের ভীড়ে আমরা কোন কাউন্সিলে ঢুকতে পারি না।

নেতাকর্মীদের বিপুল উপস্থিতি প্রসঙ্গে তিনি আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, “এত ভিড় দেখে মনে হচ্ছে এটি উপজেলা নয়, জেলা সম্মেলন।”

আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “আসছে ফেব্রুয়ারির নির্বাচনেই কুমিল্লার ১১ আসন আমরা তারেক রহমানকে উপহার দেব। বিএনপি নিরঙ্কুশভাবে জয়লাভ করে সরকার গঠন করবে।”

কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির আহ্বায়ক রেজাউল কাইয়ুমের সভাপতিত্বে সদস্য সচিব সফিউল আলম রায়হানের সঞ্চালনায় সম্মেলনের উদ্বোধন করেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিনুর রশিদ ইয়াছিন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু ও সাংগঠনিক সম্পাদক রাজিউর রহমান রাজীব।

error: Content is protected !!

ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুনকে ‘ভুয়া বিএনপি’ বললেন সেলিম ভুঁইয়া

তারিখ : ০৯:৫৬:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির সম্মেলনে আলোচিত হন বুড়িচং-ব্রাহ্মণপাড়া আসনের মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন। তাকে বিএনপির কেউ না বলে আখ্যায়িত করেছেন দলটির কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভুঁইয়া। একইসঙ্গে তিনি তাকে আওয়ামী লীগের সুবিধাভোগী বলেও মন্তব্য করেন।

সোমবার (২৫ আগস্ট) দুপুরে কুমিল্লা টাউন হল মাঠে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন সেলিম ভুঁইয়া।

এসময় অধ্যক্ষ মো সেলিম ভুঁইয়া বলেন, গতকাল হোমনা এবং মেঘনা উপজেলার আসন পূনর্বিন্যাসের মামলার শুনানির সময় ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন দীর্ঘক্ষণ বক্তব্য রাখলেন।

এসময় তিনি ২০১৮ সালের নির্বাচনকে সুষ্ঠু নির্বাচন বলে দাবি করেন। আমি জনতার কাছে জানতে চাই, আপনারা কি অই সময়ে নির্বাচনে অংশ নিতে পারছিলেন.? পারেন নাই, তাহলে কিভাবে এটি সুষ্ঠু নির্বাচন হইলো। তখন দিনের ভোট হয়েছিল রাতে। মানুষ কেন্দ্রে যেতে পারে নাই। ঐ সমস্ত লোকজন ও নাকি বিএনপির নমিনেশন চায়। অথচ এই লোক বলছে নির্বাচন নাকি সুষ্ঠু হয়েছিল।

তখন উপস্থিত সকল দর্শক তাকে আর কোন বক্তব্য রাখতে দেন নাই। ভুয়া ভুয়া স্লোগান দিয়ে তাকে সেখান থেকে নামিয়ে দিয়েছে। এসমস্ত লোকজন এখন বিএনপির সুবিধা নিতে আসছে।

গত ১৭ বছর কোন খোজ না নিয়ে এখন আসছে সুবিধা নিতে। এরা মুলত বিএনপির কেউ না আজকের এই সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্ব আসবে। এই নেতৃত্বে যেন কিছুতেই আওয়ামিলীগের দোসররা জায়গা না পায় সেদিকে খেয়াল রাখতে হবে।

আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলায় যারা বাদি হয়েছেন, স্বার্থ নিয়েছেন তারা যেন এ কমিটিতে না আসে। কারন, এখন সবাই ই বিএনপি। কিন্ত যখন আওয়ামিলীগ আমলে মিছিল মিটিং করতাম তখন অই সুশিলগুলাকে খুজে পাওয়া যেত না। এখন মিডিয়াতে ছবি দেখানোর জন্য তাদের ভীড়ে আমরা কোন কাউন্সিলে ঢুকতে পারি না।

নেতাকর্মীদের বিপুল উপস্থিতি প্রসঙ্গে তিনি আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, “এত ভিড় দেখে মনে হচ্ছে এটি উপজেলা নয়, জেলা সম্মেলন।”

আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “আসছে ফেব্রুয়ারির নির্বাচনেই কুমিল্লার ১১ আসন আমরা তারেক রহমানকে উপহার দেব। বিএনপি নিরঙ্কুশভাবে জয়লাভ করে সরকার গঠন করবে।”

কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির আহ্বায়ক রেজাউল কাইয়ুমের সভাপতিত্বে সদস্য সচিব সফিউল আলম রায়হানের সঞ্চালনায় সম্মেলনের উদ্বোধন করেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিনুর রশিদ ইয়াছিন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু ও সাংগঠনিক সম্পাদক রাজিউর রহমান রাজীব।