বুড়িচং প্রতিনিধি।।
ঢাকা-চট্রগ্রাম রেল সড়কের কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল রেল স্টেশন এলাকায় মঙ্গলবার বিকালে ট্রেনে কাটা পড়ে মোঃ ফরিদ মিয়া (৫৫) নামে এক ব্যাক্তি নিহত নিহত হয়েছে। নিহত ফরিদ মিয়া শশীদল গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।
রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্র জানায় ঢাকা-চট্টগ্রাম রেল সড়কের কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা শশীদল রেলওয়ে স্টেশন এলাকায় মঙ্গলবার বিকালে ঢাকাগামী অজ্ঞাত ট্রেনের নীচে কাটা পড়ে সে মারা যায়। কুমিল্লা রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সন্ধ্যায় লাশ উদ্ধার করে।
কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ ইসমাইল হোসেন সিরাজী জানান লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমেকে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে লাকসাম রেলওয়ে থানার একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।