মোঃ বাছির উদ্দিন।।
কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানা পুলিশ উপজেলার সদর ইউনিয়নের ধান্যদৌল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে আট কেজি গাঁজাসহ একজন আসামীকে গ্রেপ্তার করে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করেছে।
থানা সূত্রে জানা যায়, থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেলের নির্দেশে থানার এসআই শিশির ঘোষ ও সঙ্গীয় ফোর্স সোমবার সকাল ৯টায় সদর ইউনিয়নের কাজী মার্কেট-ধান্যদৌল বাজারের চৌধুরী বাড়ীর মোড় পাকা রাস্তার উপর থেকে আট কেজি গাঁজাসহ শশীদল ইউনিয়নের নাগাইশ গ্রামের মৃত আলী আহম্মেদের ছেলে মোঃ মনির হোসেন (৪০) কে গ্রেপ্তার করে করে থানায় নিয়ে আসে।
একইদিন বিকালে আসামীকে কোর্টের মাধ্যমে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়েছে। থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল সত্যতা নিশ্চিত করেছেন।