মোঃ বাছির উদ্দিন।।
কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় ২০২৪-২৫ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ ১/ ২০২৪-২৫ মৌসুমে গ্রীষ্মকালীন তিল ফসলের উৎপাদন বৃদ্ধির জন্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে গ্রীষ্মকালীন তিল বীজ ও সার বিতরণ করা হয়েছে।
(১০ মার্চ) সোমবার সকাল ১০টায় উপজেলা কৃষি সম্প্রসারন কার্য্যালয়ের আয়োজনে কৃষি সম্প্রসারন কার্য্যালয় প্রাঙ্গনে এই বীজ ও সার বিতরন করা হয়।
এতে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা জাহান এর সভাপতিত্বে ও উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মাসুদ রানা এর সার্বিক তত্ত্বাবধানে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারন কর্মকর্তা মোঃ মুখলেছুর রহমান, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ শেখ হাসিবুর রেজা, উপসহকারি কৃষি কর্মকর্তা যথাক্রমে তফাজ্জল হোসেন, মোহাম্মদ হোসেন মিয়া, মোহাম্মদ আবুল হোসেন, বাছির উদ্দিনসহ উপকারভোগী কৃষকরা।
এসময় ৫০ জন কৃষকদের মাঝে ১ কেজি তিল বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার বিতরণ করা হয়।
এবিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মাসুদ রানা বলেন, কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় ৫০ জন কৃষকদের মাঝে বিনামূল্য গ্রীষ্মকালীন তিল বীজ ও সার বিতরন করা হয়েছে। এতে কৃষি উৎপাদন বাড়বে।
আরো দেখুন:You cannot copy content of this page