
মোঃ বাছির উদ্দিন, ব্রাহ্মণপাড়া।।
“শিশুরা থাকুক হাসিতে, শিশুরা থাকুক খুশিতে” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় জাতীয় শিশু পুরষ্কার প্রতিযোগীতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকাল ৪টায় উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ শিশু একাডেমির সহযোগিতায় ও উপজেলা প্রশাসনের বাস্তবায়নে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিভিন্ন ইভেন্টে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহন করেন।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সোহেল রানা এর সভাপতিত্বে পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাসুদ ইবনে হোসাইন, অধ্যক্ষ রাখাল চন্দ্র শীল, ইউআরসি ইন্সট্রাক্টর হাজেরা খাতুন, প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এরশাদ মিয়া, প্রধান শিক্ষক মোহাম্মদ হোসেন, আবদুল কাদের বাচ্চুসহ শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দরা।
অনুষ্ঠানে বিভিন্ন ইভেন্টে প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেন অতিথিবৃন্দরা।