ব্রাহ্মণপাড়ায় জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে চারাগাছ বিতরণ

মোঃ শরিফ খান আকাশ।।
চান্দলা ইউনিয়ন যুবদলের সভাপতি সাইফুল মেম্বারর উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ ও কলেজের আঙিনায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।

সোমবার (৭ জুলাই) কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার বড়ধুশিয়া আর্দশ কলেজ মাঠে কেন্দ্রীয় যুবদলের নির্দেশনা মোতাবেক শিক্ষার্থীদের মাঝে চারাগাছ বিতরণ করা হয়।

চান্দলা ইউনিয়ন যুবদলের সিমিঃ যুগ্ম সাধারণ সম্পাদক জনাব শাহীন মাস্টার এর পরিচালনায় উক্ত বৃক্ষরোপণ কর্মসূচি সভাপতিত্ব করেন চান্দলা ইউনিয়ন যুবদলের সভাপতি জনাব সাইফুল মেম্বার।

উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন বড়ধুশিয়া আদর্শ কলেজের সভাপতি মোঃ জাকির হোসেন মাস্টার,জাতীয়তাবাদী শ্রমিকদল সিলেট জেলা শাখার সাবেক যুগ্ন সম্পাদক মোঃ হাফিজুর রহমান কাউছার সরকার, ব্রাহ্মণপাড়া উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক হাজী মোঃ আলাউদ্দিন, চান্দলা ইউনিয়নের যুবদলের সিনিয়র সহ সভাপতি, অবিদ খান, চান্দলা ইউনিয়নের যুবদলের সহ-সভাপতি মোঃ আবু কালাম ভূইয়া, চান্দলা ইউনিয়নের যুবদলের সহ-সভাপতি এমরান হোসেন ভূঁইয়া, চান্দলা ইউনিয়নের চান্দলা ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, যুবদলের সহ-সভাপতি মোঃ শাহজালাল, চান্দলা ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ বিল্লাল হোসেন, চান্দলা ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সোহেল রানা,চান্দলা ইউনিয়ন কৃষকদলের সভাপতি মোঃ সওকত আলী ভুঁইয়া, চান্দলা ইউনিয়ন কৃষক দলের দপ্তর সম্পাদক মোঃ বাছির উদ্দিন, ব্রাহ্মণপাড়া উপজেলার শ্রমিক দলের সহ-সভাপতি ও গজারিয়া একতা ক্লাব সভাপতি মোঃ জসিম উদ্দিন ভুইয়া, চান্দলা ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মো মোবারক হোসেন, চান্দলা ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি জুলহাস মিয়া, কৃষক দলের মো তোফাজ্জল হোসেনসহ অনুষ্ঠানে বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সারা দেশেই নেতাকর্মীরা গাছ লাগানোর কাজ শুরু করেছেন। ব্রাক্ষণপাড়াও এ কর্মসূচি অব্যাহত রয়েছে।

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। বৃক্ষরোপণের পাশাপাশি বৃক্ষের যথাযথ পরিচর্যা ও সংরক্ষণ করা জরুরি। বর্তমান সময়ে তরুণদের একটা বড় অংশ যখন বিপথগামী, সেই সময়ে চান্দলা ইউনিয়ন যুবদলের নেতাকর্মীরা ভালো কাজ করছে, তা সত্যিই প্রশংসার দাবিদার।

এই সময় সাইফুল ইসলাম ভূইয়া জানান পর্যায়ক্রমে চান্দলা ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এই বৃক্ষ বিতরণ কার্যক্রম অব্যাহত রাখবেন।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

You cannot copy content of this page