ব্রাহ্মণপাড়ায় পণ্যের মূল্য সহনীয় পর্য্যায়ে রাখার লক্ষ্যে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা

মোঃ বাছির উদ্দিন।।
নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যে সহনীয় পর্য্যায়ে রাখার লক্ষ্য কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় সকল ব্যবসায়ীদের সাথে ইউএনও স.ম. আজহারুল ইসলামের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার স.ম. আজহারুল ইসলাম এর সভাপতিত্বে ও সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ কাউছার হামিদ এর পরিচালনায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আমিনুল ইসলাম সুজন।

এসময় মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার ইদ্রিস মিয়া মাষ্টার, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু হাসনাত মহিউদ্দিন মুবিন, ইউপি চেয়ারম্যান যথাক্রমে মোঃ জহিরুল হক, মনির হোসেন চৌধুরী, সাইফুল ইসলাম (আলাউল) আকবর, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মাহবুবুল হাসান, মৎস্য কর্মকর্তা জয় বণিক।

সমাজসেবা কর্মকর্তা কবির আহামেদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ এনামুল হক, সাহেবাবাদ বাজার কমিটির সভাপতি আলহাজ্ব মোস্তফা ছারোয়ার খান, ব্রাহ্মণপাড়া মধ্য বাজার কমিটির সভাপতি হাজী মোজাম্মেল হক দুলাল, সাধারণ সম্পাদক আব্দুল মালেক, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নাছির উদ্দিন, ক্যাশিয়ার মোঃ কবির আহামেদ।

পশ্চিম বাজার কমিটির সভাপতি খলিলুর রহমানসহ উপজেলার বিভিন্ন বাজারের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। সভায় ইউএনও স.ম. আজহারুল ইসলাম বলেন, সরকার নির্ধারিত বেশি মূল্যে পণ্যের দাম রাখা যাবে না।

বর্তমান পরিস্থিতিতে ব্যবসায়ীদেরকে সঠিক ভাবে পণ্যের দাম রাখতে হবে। কোন কৃত্রিম সংকট তৈরী করা যাবে না। সিন্ডিকেটের মাধ্যমে ব্যবসায় করলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তা ভেঙে দেওয়া হবে বলেও তিনি জানান।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

You cannot copy content of this page