ব্রাহ্মণপাড়ায় সহিংসতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে মানববন্ধন

মোঃ বাছির উদ্দিন।।
দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ অনলাইনে হেনস্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বিচারহীনতার প্রতিবাদে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ ডিগ্রী কলেজ ছাত্রদলের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

(১০ মার্চ) সোমবার সকাল ১১টায় কুমিল্লা-মিরপুর সড়কের সাহেবাবাদ ডিগ্রি কলেজ এর সামনে ঘন্টাব্যাপী সাহেবাবাদ ডিগ্রী কলেজ ছাত্রদলের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে সাহেবাবাদ ডিগ্রি কলেজ ছাত্রদলের সদস্য সচিব মোঃ রহমত উল্লাহ এর নের্তৃত্বে মানববন্ধনে কলেজ ছাত্রদলের বিভিন্ন পর্য্যায়ের নের্তৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এসময় বক্তারা মানববন্ধনে বলেন, দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বিচারহীনতা চলছে। কারো কোন জীবনের নিরাপত্তা নেই। চুরি-ছিনতাই এর মতো বড় বড় ঘটনা ঘটছে।

সেজন্য বর্তমান সরকারকে আরো কঠোর পদক্ষেপ নিতে হবে। ধর্ষণ এর বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষনা করতে হবে। এতে ছাত্রসমাজ কঠোর ভূমিকা পালন করবে।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  

You cannot copy content of this page