মোঃ বাছির উদ্দিন, ব্রাহ্মণপাড়া প্রতিনিধি।।
কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানা পুলিশ উপজেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে অভিনব পন্থ্যায় মাদক পাচারকালে ১৫ বোতল স্কাপ সিরাপসহ একজনকে গ্রেপ্তার করে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করেছে।
থানা সূত্রে জানা যায়, থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেলের নির্দেশে থানার এসআই শফিক উল্লাহ ও এসআই সৌরভ হোসেন সঙ্গীয় ফোর্স শুক্রবার বিকালে উপজেলার শশীদল ইউনিয়নের (শশীদল – বাগড়া) পাকা রাস্তার উপর থেকে ১৫ বোতল স্কাপ সিরাপসহ ব্রাহ্মণবাড়িয়া সদর থানার মৃত আলম মিয়ার ছেলে মোঃ শাহনেওয়াজ ইসলাম প্রকাশ সাগর (২৪) কে মটর সাইকেলসহ গ্রেপ্তার করে।
শনিবার সকালে আসামীকে কোর্টের মাধ্যমে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়েছে। থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল সত্যতা নিশ্চিত করেছেন।