মোঃ বাছির উদ্দিন।।
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) মাসিক কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নে টিসিবি’র পণ্য বিতরণ করা হয়েছে।
সোমবার সকাল ১০টায় শশীদল ইউনিয়নের নিম্ন আয়ের কার্ডধারীদের মাঝে এসব টিসিবি’র পণ্য বিতরণ করা হয়।
এসব পণ্যগুলোর মধ্যে ছিল চাল, ডাল ও তৈল। টিসিবির পণ্য বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন শশীদল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতিকুর রহমান রিয়াদ।
এসময় সকল ইউনিয়ন পরিষদ সদস্য ও সংরক্ষিত নারী সদস্যরা উপস্থিত ছিলেন। এই ইউনিয়নে ৯টি ওয়ার্ডে ১৫শত নিম্ন আয়ের মানুষের মাঝে কার্ডের মাধ্যমে ভর্তুকি মূল্যে টিসিবির পন্যসামগ্রী বিতরণ করা হয়।
বাজারের দ্রব্যমূল্যের উর্ধ্বগতি এই সময়ে অনেক কম টাকায় টিসিবির পন্য পাওয়ায় অনেকটা খুশি নিম্ন আয়ের মানুষ। এবিষয়ে শশীদল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতিকুর রহমান রিয়াদ বলেন, টিসিবির পণ্য পেয়ে নিম্ন আয়ের মানুষ অনেক উপকৃত হচ্ছে।
বর্তমান সরকার জনবান্ধব সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গরীব এবং মেহনতি মানুষের জন্য ভর্তুকি দিয়ে অত্যন্ত কম মূল্যে এ পণ্য মানুষের দ্বারে দ্বারে পৌঁছানোর ব্যবস্থা করছেন এবং তিনি গরীব ও মেহনতী মানুষের সাথে সুখে দুঃখে আছেন এবং থাকবেন।
আরো দেখুন:You cannot copy content of this page