ব্রাহ্মণপাড়ায় আন্তর্জাতিক অভিবাসী দিবস উদযাপন

মনিরুল ইসলাম, ব্রাহ্মণপাড়া প্রতিনিধি।।
“মুজিববর্ষের আহবান, দক্ষ হয়ে বিদেশ যান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার (১৮ ডিসেম্বর) সকালে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় আন্তর্জাতিক অভিবাসী দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম (ওকাপ) ব্রাহ্মণপাড়া কার্যালয়ের উদ্যোগে শুত্রবার বেলা ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি উপজেলা বিভিন্ন সড়ক ঘুরে এসে উপজেলা পরিষদ মিলনায়তনে ওকাপের আয়োজিত আলোচনা সভায় মিলিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া সিদ্দিকা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আমিনুল ইসলাম সুজন। উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ আহাম্মেদ লাভলু, ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল ইসলাম। সভায় স্বাগত বক্তব্য রাখেন অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম এর মাঠ কর্মকর্তা রথীন্দ্র কোচ।

সার্বিক তত্ববধায়নে ছিলেন অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম এর মাঠ সমন্বয়ক শরীফুল ইসলাম। সভা পরিচালনা করেন অভিবাসী ফোরাম সদস্য আব্দুল আজিজ খোকন। এছাড়াও, অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম এর মাঠ কর্মী শুকরিয়া আক্তার, মাকসুদা আক্তার, রুবি আক্তার,শিল্পী আক্তার, আরিফা আক্তার সহ অভিবাসী ফোরামের সভাপতি, সদস্য ও বিভিন্ন অভিবাসীবৃন্দ উপস্থিত ছিলেন।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

You cannot copy content of this page