মনিরুল ইসলাম, ব্রাহ্মণপাড়া প্রতিনিধি ।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার দুলালপুর ইসলামিয়া ছাইদিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিখানায় শিক্ষার্থীদের ছবক প্রদান ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়ছে। সকালে মাদ্রাসা প্রাঙ্গণে এক মনমুগদ্ধকর ইসলামিক অনুষ্ঠানের মধ্যদিয়ে ওই মাদ্রাসার ৩৪ জন শিক্ষার্থীকে কায়দা, আমপাড়া ও কোরআন শরীফ ছবক দেওয়া হয়। এ ছাড়াও অনুষ্ঠানে চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনষ্ট্রাকশন করপোরেশন বাংলাদেশ এর পক্ষ থেকে মাদ্রাসার সকল শিক্ষার্থীদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুলালপুর কেন্দ্রীয় জামে মসজিদ ও অত্র মাদ্রসার সভাপতি অবসর প্রাপ্ত পলিশ পরিদর্শক কামাল হোসেন মৈশান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুলালপুর ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান রিপন ভূইয়া, সাবেক ইউপি সদস্য সামসুল হক সরকার, আবুল কালাম মেম্বার, সমাজসেবক নাজমুল হাসান ভূইয়া, ক্বারী আব্দুস সাত্তার, শহীদুল্লাহ গার্ড, দুলালপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি লিয়াকত মিয়া।
অনুষ্ঠান পরিচালনা করেন সমাজসেবক আবু কাউসার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, অত্র মাদ্রাসার প্রধান হাফেজ মাওলানা মনিরুজ্জামান। উপস্থিত ছিলেন, অবসর প্রাপ্ত পুলিশ সদস্য হারুন অর রসিদ, সিসি ই সিসি বাংলাদেশ এর প্রতিনিধি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মরহুম রফিকুল হক ভূইয়ার সুযোগ্য সন্তান আরিফুল হক ভূইয়া, ক্বরী সাইফুল্লাহ রব্বানী, ক্বারী লুৎফুর রহমান। এছাড়াও, সহকারী প্রধান মাওলানা মানসুরুল হক, সহকারী শিক্ষক হাফেজ বেলাল হোসেন, হাফেজ তফাজ্জল হোসেন সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আরো দেখুন:You cannot copy content of this page