মনোহরগঞ্জে ডায়াগনস্টিক সেন্টারে অভিযান ৩০ হাজার টাকা জরিমানা

মো হাছান।।
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা সদরে মনোহরগঞ্জ বাজারে বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এনামুল হাসান। বুধবার(২৪শে জানুয়ারি) দুপুরে এ আদালত পরিচালনা করা হয় ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, ডা: মো. আফজালুর রহমান, এস আই জালাল আহমেদ।

নির্বাহী ম্যাজিস্ট্রেট এনামুল হাসান জানান, যোগ্যতাসম্পন্ন টেকনিশিয়ান ছাড়াই এক্স-রে, ল্যাব পরিচালনা করায় এবং কাগজপত্রে ত্রুটি পাওয়ায় মনোহরগঞ্জ মেডিকেল সেন্টার কে ২০ হাজার টাকা এবং সেবা ডায়াগনস্টিক সেন্টার কে ১০ হাজার টাকা অর্থদণ্ড করেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া মেডিনোভা মেডিকেল সেন্টারকে ১ সপ্তাহের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র সম্পূর্ণ করার নির্দেশ দেন।

উল্লেখ্য গতকাল মনোহরগঞ্জ বাজারে ৩টি ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয় । এদের মধ্যে সব কয়টির লাইসেন্স আছে নবায়ন নেই।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

You cannot copy content of this page