মনোহরগঞ্জ বাজারে ভ্রাম্যমান আদালতে অভিযান, জরিমানা আদায়

মো হাছান (মনোহরগঞ্জ সংবাদদাতা) :-
প্রাণঘাতি করোনার সংক্রমণ রোধ ও ২য় ধাপ মোকাবেলায় সরকারের ঘোষিত ৭ দিনের লকডাউনের ৫ম দিনে নির্দেশনা অমান্য করায় কুমিল্লার মনোহরগঞ্জ বাজারে বিভিন্ন ব্যবসায় প্রতিষ্ঠান ও মাক্স বিহীন পথযাত্রী কে আর্থিক জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার বিকালে উপজেলা নিকটস্থ মনোহরগঞ্জ বাজার উপজেলা সহকারী কমিশনার( ভুমি ) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজিয়া হোসেন। এর নের্তৃত্বে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযানি পরিচালনা করা হয়। ভ্রাম্যমান আদালতে মোট সাত জনকে আর্থিক জরিমানা করেন দুই হাজার নয়শত টাকা। এসময় উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ থানার পুলিশ অফিসার এস আই রবিন,অফিস সহকারী মো মাসুদ আলম, সাংবাদিক মো হসান প্রমূখ।

জানা যায়, করোনা পরিস্থিতি নিয়ন্ত্রন রাখতে সরকারের দেওয়া নির্দেশনা নিশ্চিত করতে উপজেলার সদর এলাকা,মনোহরগঞ্জ বাজারে থানা পুলিশ অফিসার হ্যান্ড মাইক এর মাধ্যমে এলাউন্স করে বলেন, বিকাল তিনটার মধ্যে সকল মুদি দোকান কাঁচামালের দোকান বন্ধ করতে হবে। শুধু ওষুধ এর দোকান খোলা থাকবে। যারা সরকারি নির্দেশনা অমান্য করবেন তারা প্রতিনিয়ত আর্থিক জরিমানা গুনতে হবে।

এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার( ভূমি) মোসাঃ নাজিয়া হোসেন বলেন, করোনা সংক্রমণ প্রতিরোধে বাধ্যতামূলক মাস্ক ব্যবহারে আরও কার্যকর ভূমিকা নেওয়া হবে। এছাড়া সরকারের ঘোষিত লকডাউন মানতে ও সাধারণ মানুষকে সচেতন করতে প্রতিনিয়ত ভ্রাম্যমান আদালত অব্যাহত থাকবে।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  

You cannot copy content of this page