আলমগীর কবির।।
রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে অগ্নিদগ্ধ হয়ে নিহত ও আহতদের স্মরণে কুমিল্লায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৫ জুলাই) জুমার নামাজ শেষে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের একাদশ শাখার মসজিদে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি, কুমিল্লা জেলা শাখার আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া পরিচালনা করেন মসজিদের খতিব। তিনি নিহতদের রুহের মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় মোনাজাত করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভিক্টোরিয়া কলেজের সহযোগী অধ্যাপক মো. শিপন মিয়া, রেস্তোরাঁ মালিক সমিতির কুমিল্লা জেলা শাখার সভাপতি এমএ তাহের, সাধারণ সম্পাদক খলিলুর রহমান জনি, সহ-সভাপতি নাছিরুল ইসলাম মজুমদার, সাংগঠনিক সম্পাদক রবিউল হক শামিমসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
দোয়া মাহফিল শেষে উপস্থিত সকলের মাঝে সমিতির পক্ষ থেকে তবারক বিতরণ করা হয়।
উল্লেখ্য, সম্প্রতি ঢাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ এলাকায় প্রশিক্ষণ বিমানের দুর্ঘটনায় কয়েকজন শিক্ষার্থী নিহত ও আহত হন, যা দেশজুড়ে গভীর শোকের ছায়া ফেলে।
আরো দেখুন:You cannot copy content of this page