০৩:১২ পূর্বাহ্ন, শনিবার, ০৩ জানুয়ারী ২০২৬, ১৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
অসহায়দের পাশে রয়েছে দাদিয়াপাড়া মানব কল্যাণ সংস্থা কুমিল্লায় জামায়াত প্রার্থীসহ ১৬ জনের মনোনয়ন বাতিল কুমিল্লা জেলা রিটার্নিং কর্তার কার্যালয়ে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন কুবিতে খালেদা জিয়া, হাদি ও দীপু চন্দ্রের আত্মার শান্তি কামনায় প্রার্থনা ব্রাহ্মণপাড়ায় মাটি ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা; ড্রেজিংয়ের সরঞ্জাম ধ্বংস কুবি ভর্তি পরীক্ষায় আবেদন পড়েছে ৯৬ হাজার, আসন প্রতি লড়বেন ১০৯ জন কুমিল্লায় পবিত্র কোরানের সুর অডিশন রাউন্ড অনুষ্ঠিত কুমিল্লায় রেললাইনের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার বুড়িচংয়ে কৃষিজমির মাটি কাটার দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান; ৩ লক্ষ টাকা জরিমানা বুড়িচং দারুস সালাম মাদানীয়া মাদরাসায় বই উৎসব অনুষ্ঠিত

মাদক ও জুয়া সমাজ ধ্বংস করছে, প্রতিরোধে জনগণের সহযোগিতা চাই –অতিরিক্ত পুলিশ সুপার

  • তারিখ : ০৭:৩৯:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫
  • 279

জহিরুল হক বাবু।।

কুমিল্লা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ সাইফুল মালিক বলেছেন, “মাদক ও জুয়া সমাজকে ধ্বংস করছে। পরিবার, শিক্ষা ও তরুণ প্রজন্মের ভবিষ্যৎ অন্ধকারাচ্ছন্ন করছে। এ অপসংস্কৃতি রোধে পুলিশ একা সফল হতে পারবে না, এর জন্য জনসাধারণকেও সচেতন হয়ে এগিয়ে আসতে হবে। সবাই মিলে প্রতিরোধ গড়ে তুললেই বুড়িচংকে একটি শান্তিপূর্ণ ও নিরাপদ উপজেলা হিসেবে গড়ে তোলা সম্ভব।”

মঙ্গলবার (১৯ আগস্ট) বিকালে বুড়িচং থানা পুলিশের উদ্যোগে উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, মাদক ও জুয়া নির্মূলের লক্ষ্যে আয়োজিত ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বুড়িচং থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল হক এবং সঞ্চালনা করেন থানার সেকেন্ড অফিসার এসআই মোঃ রাকিবুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে সূরা ও কর্মপরিষদ সদস্য ড. মোঃ মোবারক হোসাইন, কুমিল্লা সদর সার্কেলের পুলিশ ইন্সপেক্টর এজাজুল ইসলাম, দেবপুর ফাঁড়ির ইনচার্জ মোঃ শহিদুল্লাহ প্রধান, জামায়াতে ইসলামী কুমিল্লা উত্তর জেলা শূরা সদস্য অধ্যাপক মোঃ আবদুল আউয়াল, বুড়িচং প্রেসক্লাব সভাপতি কাজী খোরশেদ আলম এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মোঃ ছাব্বির।

এছাড়া বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী বুড়িচং উপজেলা আমীর অধ্যাপক মোঃ অহিদুর রহমান, পৌর আমীর মোঃ তাজুল ইসলাম, এসআই ফারুক আহমেদ, এসআই আল আমিন, শ্রমিক কল্যাণ ফেডারেশন বুড়িচং উপজেলা সভাপতি মাওলানা মোঃ জাকারিয়া খান, উপজেলা সহকারী সেক্রেটারি মোঃ ফারুক চৌধুরী ও বুড়িচং মডেল পলিটেকনিক ইনস্টিটিউটের উপাধ্যক্ষ সুজন চৌধুরী।

অনুষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধি মোঃ ছাব্বির, আরিফ আহমেদ মাহাদী, সাইমুন ইসলাম, নিহাদ সিদ্দিকি, সুমন মাস্টার, মাসুদ মৈশানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

error: Content is protected !!

মাদক ও জুয়া সমাজ ধ্বংস করছে, প্রতিরোধে জনগণের সহযোগিতা চাই –অতিরিক্ত পুলিশ সুপার

তারিখ : ০৭:৩৯:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫

জহিরুল হক বাবু।।

কুমিল্লা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ সাইফুল মালিক বলেছেন, “মাদক ও জুয়া সমাজকে ধ্বংস করছে। পরিবার, শিক্ষা ও তরুণ প্রজন্মের ভবিষ্যৎ অন্ধকারাচ্ছন্ন করছে। এ অপসংস্কৃতি রোধে পুলিশ একা সফল হতে পারবে না, এর জন্য জনসাধারণকেও সচেতন হয়ে এগিয়ে আসতে হবে। সবাই মিলে প্রতিরোধ গড়ে তুললেই বুড়িচংকে একটি শান্তিপূর্ণ ও নিরাপদ উপজেলা হিসেবে গড়ে তোলা সম্ভব।”

মঙ্গলবার (১৯ আগস্ট) বিকালে বুড়িচং থানা পুলিশের উদ্যোগে উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, মাদক ও জুয়া নির্মূলের লক্ষ্যে আয়োজিত ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বুড়িচং থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল হক এবং সঞ্চালনা করেন থানার সেকেন্ড অফিসার এসআই মোঃ রাকিবুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে সূরা ও কর্মপরিষদ সদস্য ড. মোঃ মোবারক হোসাইন, কুমিল্লা সদর সার্কেলের পুলিশ ইন্সপেক্টর এজাজুল ইসলাম, দেবপুর ফাঁড়ির ইনচার্জ মোঃ শহিদুল্লাহ প্রধান, জামায়াতে ইসলামী কুমিল্লা উত্তর জেলা শূরা সদস্য অধ্যাপক মোঃ আবদুল আউয়াল, বুড়িচং প্রেসক্লাব সভাপতি কাজী খোরশেদ আলম এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মোঃ ছাব্বির।

এছাড়া বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী বুড়িচং উপজেলা আমীর অধ্যাপক মোঃ অহিদুর রহমান, পৌর আমীর মোঃ তাজুল ইসলাম, এসআই ফারুক আহমেদ, এসআই আল আমিন, শ্রমিক কল্যাণ ফেডারেশন বুড়িচং উপজেলা সভাপতি মাওলানা মোঃ জাকারিয়া খান, উপজেলা সহকারী সেক্রেটারি মোঃ ফারুক চৌধুরী ও বুড়িচং মডেল পলিটেকনিক ইনস্টিটিউটের উপাধ্যক্ষ সুজন চৌধুরী।

অনুষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধি মোঃ ছাব্বির, আরিফ আহমেদ মাহাদী, সাইমুন ইসলাম, নিহাদ সিদ্দিকি, সুমন মাস্টার, মাসুদ মৈশানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।