মাদক-সন্ত্রাস ও জুয়া মুক্ত করতে সকলকে ঐক্য বদ্ধ ভাবে কাজ করতে হবে- আবুল হাসেম খান এমপি

মো. জাকির হোসেন।।
শেখ হাসিনা এখন স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। আমাদের দেশ সোনার বাংলা এবং উন্নত রাষ্ট্র হিসেবে গড়তে শেখ হাসিনার বিকল্প নেই। মাদক মুক্ত যুব সমাজ গড়াতে পারলে আমাদের উন্নত রাষ্ট্র গঠনে কোন বাঁধা থাকবেনা। মাদক ও জুয়া মুক্ত করতে সমাজ গড়তে সকলকে ঐক্য বদ্ধ ভাবে কাজ করতে হবে। শিক্ষার্থীরা সব সময় মাদক থেকে দূরে থাকবে কাঙ্ক্ষিত লক্ষ্য নিয়ে সঠিক ভাবে লেখা পড়া করলে উন্নত জীবন গড়তে পারবে। শিক্ষকরা মান সম্মত ভাবে পাঠদান ও পাঠগ্রহণ করলে ওই শিক্ষার্থীরা আগামীতে দেশের দায়িত্ব নিতে পারবে।

রোববার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে কুমিল্লার বুড়িচং উপজেলার ভারেল্লা দক্ষিণ ইউনিয়ন এর সোন্দ্রম মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে

প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা -৫ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আবুল হাসেম খান এসব কথা বলেন।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ মফিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী শিক্ষক মোঃ মনিরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট মোঃ মাহাতাবুর রহমান, বাংলাদেশ শিক্ষক সমিতির বিটিএর সভাপতি অধ্যক্ষ জহিরুল আলম, ইউপি চেয়ারম্যান মোঃ উমর ফারুক, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ফারুক আহমেদ, সমাজ সেবক মোঃ বেলায়েত হোসেন খান, সাবেক মেম্বার মোঃ ফরিদ খান, এডভোকেট জাকির হোসেন, প্রধান শিক্ষক আলী আহাম্মদ, প্রধান শিক্ষক নুরুল আমিন চৌধুরী, চানসার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আলী আক্কাস।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান। মানপত্র পাঠ করেন স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী সাদিয়া আক্তার প্রিমা।

আরও বক্তব্য রাখেন ইউপি সদস্য মোঃ রাসেল খান,সাবেক মেম্বার মোঃ কামাল হোসেন, সাংবাদিক ও ইউপি মেম্বার মোঃ জাকির হোসেন, যুবলীগ নেতা গোলাম মোস্তফা, ম্যানেজিং কমিটির সদস্য আবুল কালাম আজাদ, আইয়ূব আলী, ডা.সাইফুল ইসলাম, আব্দুর রহমান, রোমানা আক্তার, সহকারী শিক্ষক যথাক্রমে মোজাম্মেল হক, আফরোজা বেগম, হনুফা বেগম জীবন চন্দ্র ভৌতিক, মনিরুল ইসলাম, মাখন কুমার পাল, মোশাররফ হোসেন, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ জসিম উদ্দিন প্রমুখ। এসময় স্কুলের সকল শিক্ষক শিক্ষার্থী এলাকার বিভিন্ন শ্রেণির পেশার লোকজন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

You cannot copy content of this page