০৭:২১ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বুড়িচংয়ে গাভী পালন দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন কুমিল্লায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন বুড়িচংয়ে বাজারের জায়গার দখল দিতে ৩ জনকে কুপিয়ে আহত কুমিল্লার হোমনায় পৃথক স্থান থেকে দুটি লাশ উদ্ধার কুমিল্লায় নদীপথে চাঁদাবাজি, নৌপুলিশের অভিযানে গ্রেপ্তার ১ ‎ব্রাহ্মণপাড়ায় প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ ইজমাল হাসানের বিদায় সংবর্ধনা ব্রাহ্মণপাড়ায় আগুনে সর্বস্ব হারালেন রোস্তম আলী মুরাদনগর সমিতি-ঢাকার যুগ্ন সাধারণ সম্পাদক হয়েছেন এম আই জামাল সিদ্দিকী কুমিল্লায় ওয়ার্কশপ মিস্ত্রি দুলাল হত্যার বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন কুমিল্লায় এশিয়া বাসচাপায় তিশা ট্রান্সপোর্টের সুপারভাইজার নিহত

মাদক সম্পৃক্ততার অভিযোগে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থীকে বহিষ্কার; হল ছাড়ার নির্দেশ

  • তারিখ : ১০:৫১:৪২ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫
  • 10

স্টাফ রিপোর্টার।।
মাদকের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) পাঁচ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। এর মধ্যে চারজনকে বিশ্ববিদ্যালয় থেকে এবং একজনকে হল থেকে ছয় মাসের সাময়িক বহিষ্কার করা হয়েছে।

বুধবার (১৪ মে) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং শৃঙ্খলা বোর্ডের সদস্য সচিব অধ্যাপক ড. মো. আবদুল হাকিম বিষয়টি নিশ্চিত করেন।

বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কারের ঘটনায় চারজন হলেন— কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ওয়াসিফুল ইসলাম সাদিফ, একই শিক্ষাবর্ষের লোকপ্রশাসন বিভাগের আরিফ আশহাফ, ফার্মেসি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের সাইফ হাসান জিদনী এবং প্রত্নতত্ত্ব বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাকিল খান।

বিজয়-২৪ হল থেকে মাদকদ্রব্য উদ্ধারের ঘটনায় এদেরকে বহিষ্কার করা হয়েছে।

পাশাপাশি তাদের বিরুদ্ধে অভিযোগ তদন্তে চার সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির আহ্বায়ক হিসেবে আছেন শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের প্রাধ্যক্ষ মো. জিয়া উদ্দিন এবং সদস্য সচিব হিসেবে বিজয়-২৪ হলের প্রভোস্ট ড. মাহমুদুল হাছান খান। এছাড়া অন্য দুই সদস্য হলেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. নাহিদা বেগম এবং নওয়াব ফয়জুন্নেছা চৌধুরাণী হলের প্রাধ্যক্ষ ড. সুমাইয়া আফরীন সানি।

অন্যদিকে হল থেকে বহিষ্কার হওয়া একজন হলেন—কাজী নজরুল ইসলাম হলের আবাসিক শিক্ষার্থী ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের চৌধুরী রাফসান সামি। মাদক সেবন করে ‘উচ্ছৃঙ্খল ও উগ্র আচরণের’ দায়ে তাকে হল থেকে ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়েছে।

এনিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল হাকিম বলেন, ‘মাদকের সাথে সম্পৃক্ততায় চার শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে চার সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির রিপোর্ট আসা পর্যন্ত তারা একাডেমি কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবে না। পাশাপাশি তাদেরকে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।’

গত ৭ মে (বুধবার) দিবাগত রাতে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার হওয়া চার শিক্ষার্থীর রুম থেকে মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এ ঘটনায় পরবর্তীতে তাদেরকে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়।

মাদক সম্পৃক্ততার অভিযোগে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থীকে বহিষ্কার; হল ছাড়ার নির্দেশ

তারিখ : ১০:৫১:৪২ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫

স্টাফ রিপোর্টার।।
মাদকের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) পাঁচ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। এর মধ্যে চারজনকে বিশ্ববিদ্যালয় থেকে এবং একজনকে হল থেকে ছয় মাসের সাময়িক বহিষ্কার করা হয়েছে।

বুধবার (১৪ মে) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং শৃঙ্খলা বোর্ডের সদস্য সচিব অধ্যাপক ড. মো. আবদুল হাকিম বিষয়টি নিশ্চিত করেন।

বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কারের ঘটনায় চারজন হলেন— কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ওয়াসিফুল ইসলাম সাদিফ, একই শিক্ষাবর্ষের লোকপ্রশাসন বিভাগের আরিফ আশহাফ, ফার্মেসি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের সাইফ হাসান জিদনী এবং প্রত্নতত্ত্ব বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাকিল খান।

বিজয়-২৪ হল থেকে মাদকদ্রব্য উদ্ধারের ঘটনায় এদেরকে বহিষ্কার করা হয়েছে।

পাশাপাশি তাদের বিরুদ্ধে অভিযোগ তদন্তে চার সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির আহ্বায়ক হিসেবে আছেন শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের প্রাধ্যক্ষ মো. জিয়া উদ্দিন এবং সদস্য সচিব হিসেবে বিজয়-২৪ হলের প্রভোস্ট ড. মাহমুদুল হাছান খান। এছাড়া অন্য দুই সদস্য হলেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. নাহিদা বেগম এবং নওয়াব ফয়জুন্নেছা চৌধুরাণী হলের প্রাধ্যক্ষ ড. সুমাইয়া আফরীন সানি।

অন্যদিকে হল থেকে বহিষ্কার হওয়া একজন হলেন—কাজী নজরুল ইসলাম হলের আবাসিক শিক্ষার্থী ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের চৌধুরী রাফসান সামি। মাদক সেবন করে ‘উচ্ছৃঙ্খল ও উগ্র আচরণের’ দায়ে তাকে হল থেকে ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়েছে।

এনিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল হাকিম বলেন, ‘মাদকের সাথে সম্পৃক্ততায় চার শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে চার সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির রিপোর্ট আসা পর্যন্ত তারা একাডেমি কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবে না। পাশাপাশি তাদেরকে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।’

গত ৭ মে (বুধবার) দিবাগত রাতে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার হওয়া চার শিক্ষার্থীর রুম থেকে মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এ ঘটনায় পরবর্তীতে তাদেরকে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়।