মনির খাঁন, মুরাদনগর উপজেলা প্রতিনিধি।।
কুমিল্লার মুরাদনগর উপজেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালতে প্রায় ৩২০ ঘনফুট মাটিসহ ৬টি ট্র্যাক্টর জব্দ করেছে ভ্রাম্যমান আদালত।
সোমবার বিকেলে উপজেলার সাতমোড়া, পৈয়াপাথর, ধামঘর, নয়াকান্দি ও শুশুন্ডা এলাকায় এ অভিযান পরিচালনা করেন মুরাদনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম কমল। এসময় ট্র্যাক্টর জব্দের পাশাপাশি গোমতী নদীর বেড়িবাধ সংলগ্ন কৃষি জমিতে মাটি কাটার অপরাধে ট্র্যাক্টর চালক ও শ্রমিক সহ মোট ১২জনকে ২৩হাজার ৫শ’ টাকা জরিমানা করা হয়।
মুরাদনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম কমল বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। আগামীতে এ অভিযান অব্যাহত থাকবে।
আরো দেখুন:You cannot copy content of this page