মেটংঘর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন

এন এ মুরাদ।।
কুমিল্লার মুরাদনগর উপজেলার মেটংঘর ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন হয়েছে। শনিবার অভিভাবকদের স্বতঃস্ফূর্ত ভোটদানের মধ্যদিয়ে সম্পন্ন হয়েছে এ নির্বাচন।

বিদ্যালয় সূত্রে জানা যায়, অভিভাবকদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে শনিবার উপজেলার আকবপুর ইউনিয়নের মেটংঘর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন হয়। উক্ত ম্যানেজিং কমিটির নির্বাচনে অভিভাবক সদস্য পদে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

এর মধ্যে ৪ জন বিজয়ী হয়েছেন। এদের মধ্যে মোঃ আবু বক্কর ছিদ্দিক ২৪৪ ভোট পেয়ে প্রথম হন। ২৩৬ ভোট পেয়ে দ্বিতীয় হন রফিকুল ইসলাম । ২৩৫ ভোট পেয়ে তৃতীয় হন মো. ছন্দু মিয়া ও ২২৯ ভোট পেয়ে চতুর্থ হন আজহার মিয়া।

উল্লেখ্য, মেটংঘর ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবকদের মোট ভোটার সংখ্যা ৮৪২ জন। কাস্টিং হয়েছে ৫৭০ ভোট। উক্ত নির্বাচনে প্রত্যেক ভোটার ৪ টি করে ভোট দিতে পেরেছেন।

নির্বাচনে প্রিসাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন মুরাদনগর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ মিজানুর রহমান।

উপস্থিত ছিলেন- স্কুল কমিটির সভাপতি কাজী ফররুখ আহম্মদ, সাবেক সভাপতি এম হান্নান, প্রতিষ্ঠাতা গোলাম কিবরিয়া সরকার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহআলম ।

এসময় আরো উপস্হিত ছিলেন-বাঙ্গরা বাজার থানা পুলিশের এসআই ওমর ফারুকের নেতৃত্বে একদল পুলিশ ও আনসার সদস্যবৃন্দ।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

You cannot copy content of this page