আলমগীর হোসেন।।
বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের ৭৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে জেলা প্রশাসক বনাম জেলা পুলিশের মধ্যে একটি প্রীতি ফুটবল ম্যাচ এর আয়োজন করা হয়েছে।
শনিবার (৫ আগস্ট) বিকেল ৪ ঘটিকায় জেলা পুলিশ লাইন্স মাঠে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এঁর ৭৪তম জন্মবার্ষিকী” উপলক্ষে প্রীতি ফুটবল খেলায় মুখোমুখি হয় জেলা প্রশাসক একাদশ বনাম পুলিশ সুপার একাদশ।
জেলা পুলিশ আয়োজিত উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান বিপিএম (বার)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক খন্দকার মুঃ মুশফিকুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজমুল আহসান ফারুক রোমেন।
এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক পঙ্কজ বড়ুয়া, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ মোশারেফ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোহাম্মদ কাবিরুল ইসলাম খান, অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অপস্ খন্দকার আশফাকুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি কাজী মোঃ মতিউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ট্রাফিক মংনেথোয়াই মারমা, পুলিশ সুপার সদর সার্কেল মো: কামরান হোসেন, কোতয়ালী থানার অফিসার ইনচার্জ আহম্মেদ সন্জুর মোর্শেদ, আদর্শ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তারিকুর রহমান জুয়েল, কুমিল্লা জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারন সম্পাদক বাদল খন্দকার, সদস্য সারোয়ার জাহানসহ জেলা পুলিশ, জেলা প্রশাসন, জেলা ক্রীড়া সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দগন
উপস্থিত ছিলেন।
উক্ত ফুটবল খেলায় জেলা প্রশাসক দল এবং জেলা পুলিশ দল এর মধ্যকার খেলায় হাড্ডাহাড্ডি লড়াইয়ে ৪-৪ গোলে ম্যাচটি ড্র হয়। খেলায় জেলা পুলিশ দলে জেলা পুলিশ সহ অন্যান্য পুলিশ সদস্যরা এবং জেলা প্রশাসক দলে জেলা প্রশাসক সহ অন্যান্য সদস্যরা অংশগ্রহণ করেন।
খেলা শেষে অতিথিবৃন্দরা উভয় দলের খেলোয়াড়দের মাঝে পুরুষ্কার বিতরণ করেন। ধারাভাষ্যকার ছিলেন জেলা ট্রাফিক পুলিশের পুলিশ ইন্সপেক্টর আলী আশ্রাফ মোল্লা।
আরো দেখুন:You cannot copy content of this page