ফয়সাল মিয়া, কুবি।।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে-(কুবি) অধ্যয়নরত গাজীপুর থেকে আগত শিক্ষার্থীদের সংগঠন ‘জাগ্রত চৌরঙ্গী স্টুডেন্ট এসোসিয়েশন’ শহীদ বুদ্ধিজীবী দিবসে মোমবাতি প্রজ্বলন করেছে।
১৪ ডিসেম্বর (শনিবার) শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে মোমবাতি প্রজ্বলন করে সংগঠনটি। এ সময় গাজীপুর থেকে আগত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অধ্যায়নরত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
জাগ্রত চৌরঙ্গী স্টুডেন্ট এসোসিয়েশনের সভাপতি ইসরাত জাহান বন্যা বলেন, “১৯৭১ সালের ১৪ই ডিসেম্বর জাতির মেধাবী সন্তানদের নির্মমভাবে হত্যা করা হয়। তাঁদের আত্মত্যাগ আমাদের জন্য শুধু ইতিহাস নয়, এটি ভবিষ্যতের জন্য একটি শিক্ষা। আমাদের দায়িত্ব হলো তাঁদের স্বপ্ন বাস্তবায়নের জন্য কাজ করা। এই মোমবাতি প্রজ্জ্বলন তাঁদের স্মৃতিকে চিরজীবন্ত রাখার একটি ক্ষুদ্র প্রয়াস। শহীদ বুদ্ধিজীবীদের প্রতি আমরা গভীর শ্রদ্ধা জানাই।”
সাধারণ সম্পাদক জাভেদ রায়হান বলেন, “শহীদ বুদ্ধিজীবীদের হারানোর ক্ষতি কখনোই পূরণ হওয়ার নয়। তাঁদের ত্যাগ আমাদের জন্য স্বাধীনতার পথ প্রশস্ত করেছে। আমাদের উচিত তাঁদের আদর্শ ও মূল্যবোধ ধরে রাখা এবং ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে সেই চেতনা ছড়িয়ে দেওয়া। আজকের এই আয়োজনের মাধ্যমে আমরা তাঁদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।”