মোঃ জামাল হোসেন।।
চাঁদপুরের শাহরাস্তিতে ঐতিহাসিক জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিজয় র্যালিতে অংশ নিতে এসে মিজানুর রহমান (৩৫) নামের এক যুবদল নেতা হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার (৫ আগস্ট) দুপুর আড়াইটার দিকে শাহরাস্তি উপজেলার খিলা বাজার স্কুল মাঠে আয়োজিত বিজয় র্যালিতে অংশ নিতে গেলে তিনি হঠাৎ বুকের ব্যথা অনুভব করেন। তাৎক্ষণিকভাবে তাকে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মিজানুর রহমান রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। এলাকায় তিনি একজন জনপ্রিয় ও কর্মঠ রাজনৈতিক নেতা হিসেবে পরিচিত ছিলেন। তিনি দুই সন্তানের জনক।
তার মৃত্যুতে চাঁদপুর জেলা বিএনপিসহ স্থানীয় রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মমিনুল হক এক শোকবার্তায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। রাত ৯টায় মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়।