০২:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ৩০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ফ্যাসিবাদ মোকাবেলা ব্যর্থ ইউনূস সরকার; কুমিল্লায় ইসলামী ৮ দলের নেতারা কুমিল্লা-৪ আসনে এনসিপির মনোনয়ন ফরম কিনলেন হাসনাত আব্দুল্লাহ কুমিল্লার নতুন জেলা প্রশাসক মু. রেজা হাসান দেবিদ্বারে লকডাউন কর্মসূচির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ কুমিল্লায় মাদক সেবনে বাধা দেয়ায় নির্মাণ শ্রমিককে পিটিয়ে হত্যা হাজী ইয়াছিনের পক্ষে দিনব্যাপী অবস্থান কর্মসূচি; ১১তম দিনে দলীয় কার্যালয়ে অবস্থান বুড়িচংয়ে কোরপাই থেকে নাজিরা বাজার পর্যন্ত টহল-চেকপোস্টে তল্লাশি জোরদার কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ২৬ নেতাকর্মী গ্রেপ্তার কুমিল্লায় নাশকতার অভিযোগে আ.লীগ নেতা গ্রেফতার কুমিল্লা–৬ আসনে টানা কর্মসূচির দশম দিনে হাজী ইয়াছিনের পক্ষে গণস্বাক্ষর অভিযান

শাহরাস্তিতে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের মিছিল, আটক-৪

  • তারিখ : ১১:০৩:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫
  • 79

শাহরাস্তি প্রতিনিধি।।
দলীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ঝটিকা মিছিল বের করার দায়ে ৪ আওয়ামী লীগ নেতাকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ জুন) দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

শাহরাস্তি মডেল থানা সূত্রে জানা গেছে, সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ হওয়া বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ২৩ জুন সন্ধ্যায় উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক রেলওয়ে স্টেশন বাজার এলাকার একটি ঝটিকা মিছিল বের করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে মিছিলকারীরা পালিয়ে যায়।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে বাংলাদেশ সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যপদ গ্রহণ, সংগঠনের আদর্শ ও সমর্থন, রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র, জননিরাপত্তা ও সার্বভৌমত্ব বিঘ্ন করার উদ্দেশ্যে আতঙ্ক সৃষ্টির অভিযোগে ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করে। মামলায় ৪৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও অনেককে আসামি করা হয়।

পর রাতে অভিযান চালিয়ে আলিপুর গ্রামের মৃত এবায়েত উল্লাহর ছেলে মোঃ দুলাল তালুকদার (৫৫), আব্দুল হকের ছেলে মোঃ ফারুক হোসেন (৪৯) মৃত নুরুল ইসলামের ছেলে সেলিম মুন্সি (৬৫) ও আলমগীর হোসেন ছেলে মেহেদী হাসান (২৬)।

শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল বাশার জানান, এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে পুলিশ কাজ করছে। আওয়ামী লীগের মিছিলের আয়োজন করায় তাৎক্ষণিক অভিযান চালিয়ে ৪জনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে এবং পলাতক অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

কাউকেই ছাড় দেয়া হবে না। আসামীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

error: Content is protected !!

শাহরাস্তিতে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের মিছিল, আটক-৪

তারিখ : ১১:০৩:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫

শাহরাস্তি প্রতিনিধি।।
দলীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ঝটিকা মিছিল বের করার দায়ে ৪ আওয়ামী লীগ নেতাকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ জুন) দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

শাহরাস্তি মডেল থানা সূত্রে জানা গেছে, সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ হওয়া বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ২৩ জুন সন্ধ্যায় উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক রেলওয়ে স্টেশন বাজার এলাকার একটি ঝটিকা মিছিল বের করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে মিছিলকারীরা পালিয়ে যায়।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে বাংলাদেশ সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যপদ গ্রহণ, সংগঠনের আদর্শ ও সমর্থন, রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র, জননিরাপত্তা ও সার্বভৌমত্ব বিঘ্ন করার উদ্দেশ্যে আতঙ্ক সৃষ্টির অভিযোগে ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করে। মামলায় ৪৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও অনেককে আসামি করা হয়।

পর রাতে অভিযান চালিয়ে আলিপুর গ্রামের মৃত এবায়েত উল্লাহর ছেলে মোঃ দুলাল তালুকদার (৫৫), আব্দুল হকের ছেলে মোঃ ফারুক হোসেন (৪৯) মৃত নুরুল ইসলামের ছেলে সেলিম মুন্সি (৬৫) ও আলমগীর হোসেন ছেলে মেহেদী হাসান (২৬)।

শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল বাশার জানান, এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে পুলিশ কাজ করছে। আওয়ামী লীগের মিছিলের আয়োজন করায় তাৎক্ষণিক অভিযান চালিয়ে ৪জনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে এবং পলাতক অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

কাউকেই ছাড় দেয়া হবে না। আসামীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।