মোঃ জামাল হোসেন।।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপিকে তৃনমূলে সুসংগঠিত করা ও কেন্দ্র ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপি’র মতবিনিময় সভা ও সদস্য ফরম নবায়ন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। (২আগস্ট ২০২৫) শনিবার বিকেলে ওয়ার্ড বিএনপি’র আয়োজনে নাহারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে এ সদস্য ফরম নবায়ন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আব্দুল কাদেরের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও শাহরাস্তি পৌরসভার সাবেক মেয়র মোঃ মোস্তফা কামাল।
ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ও ইউপি সদস্য মাহমুদ আলমের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান পাটোয়ারী, উপজেলা বিএনপির সাবেক সদস্য মোঃ রফিকুল ইসলাম তালুকদার, ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি মোঃ আবুল বাশার, সাবেক সাধারণ সম্পাদক মোঃ মোস্তফা।
উপস্থিত ছিলেন পৌর যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক মোঃ মহসিন, সাবেক সাধারণ সম্পাদক আবুল কাশেম মিয়াজী, সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ মনির হোসেন, বিএনপি নেতা ফারুক মেম্বার, মোঃ বিল্লাল হোসেন, মোঃ আনোয়ার হোসেন, ফারুক মাস্টার, যুবদল নেতা নুর উদ্দিন, আবু তালেব, মাহবুবুর রহমান, মাসুদ আলম, সুমন, ছাত্রদল নেতা মুজিবুর রহমান, জাবেদ হোসেন।
আরো ছিলেন ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সময় বক্তারা বলেন,বিএনপিকে শক্তিশালী করতে আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন, আগামী দিনে দেশ নায়ক তারেক রহমানকে ক্ষমতায় আনতে হলে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তারেক রহমানের ৩১ দফা বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। সদস্য নবায়নের ক্ষেত্রে অন্য কোন দলের লোককে সদস্য ফরম নবায়ন করা যাবে না।
আমাদের প্রাণপ্রিয় নেতা শাহরাস্তি-হাজীগঞ্জের গণমানুষের নেতা ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী বিএনপি’র আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন খোকনের হাতকে শক্তিশালী করতে সকলে কাজ করতে হবে।