শাহরাস্তির রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের মতবিনিময় সভা

মোঃ জামাল হোসেন।।
শাহরাস্তির রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল ৩নং ওয়ার্ড কমিটি গঠনকল্পে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৮ মে, রোববার রাত ৮ টায় ৩ নং ওয়ার্ড কুরকামতা আঞ্চলিক শাখা জিয়া পরিষদ ক্লাবে এ আলোচনা সভা অনুষ্ঠিত।

ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আবুল হাসেমের সভাপতিত্বে ও ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আউয়ালের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপি’র সভাপতি অধ্যক্ষ মোজাহার হোসেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ মাহবুব আলম, ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোঃ শফিকুর রহমান, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মঞ্জুর হোসেন,বিএনপি নেতা কামাল ড্রাইভার, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মোঃ মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক মোঃ রাসেল খান,ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সাইফুল ইসলাম বাপ্পি। উপস্থিত ছিলেন বিএনপি, যুবদল, ছাত্রদল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা বলেন আমাদের দল একটাই আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আমাদের নেতা তারুণ্যের অহংকার তারেক রহমান। এ দলে থেকে কেউ দলের নাম ব্যবহার করে চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজি, মারামারি, দুর্নীতি করে, তারা এই দলের কেউ না। আপনারা সাবধান হয়ে যান। ৫ আগস্টের বিএনপি আর, ৫ আগস্টের পরের বিএনপি কিন্তু এক না। যাদেরকে বিগত দিনে আন্দোলন সংগ্রামে পাওয়া যায়নি তারা এখন সামনের কাতারে এসে চেয়ার দখল করে বসেন, যারা বিগত দিনে আন্দোলন সংগ্রামে আমাদের সাথে ছিল তাদেরকে আপনারা সম্মান দিচ্ছেন না এটা কিন্তু ঠিক না। আপনারা এগুলো করবেন না।

আগামী দিনে বিএনপিকে ক্ষমতায় আসতে হলে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আগামী দিনের শাহরাস্তি- হাজিগঞ্জ ধানের শীষের কান্ডারী লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হককে এ আসন থেকে এমপি নির্বাচিত করার লক্ষ্যে সকল ভেদাভেদ ভুলে গিয়ে যে নেতা আমাদেরকে গত ১৭ বছর ফ‍্যাসিবাদ সরকারের মামলা, হামলা, নির্যাতনসহ সকল কর্মকান্ড থেকে নেতাকর্মীদেরকে আগড়ে রেখেছেন সেই নেতা লায়ন ইঞ্জিনিয়ার মুমিনুল হককে এ আসন থেকে এমপি নির্বাচিত করব বলে আশাবাদ ব্যক্ত করেন।

আলোচনা সভাশেষে ৩নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ রাজিবুল ইসলাম রাজ, সিনিয়র সভাপতি মোঃ আলী হোসেন, সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মোঃ তারেক হোসেন ও মোঃ আল-আমিনকে সাংগঠনিক সম্পাদক করে ৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন। আগামী এক সপ্তাহের মধ্যে ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের পূর্ণাঙ্গ কমিটি করে ইউনিয়ন বিএনপির সভাপতি নিকট জমা দেওয়ার নির্দেশ প্রদান করেন।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

You cannot copy content of this page