০৩:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ১৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
হোমনায় চার দিন ধরে নিখোঁজ সাংবাদিক দিদার, পরিবারের সন্দেহ অপহরণ বাংলাদেশ দলিল লেখক সমিতি কেন্দ্রীয় কমিটি গঠন কুমিল্লায় ৩ হাজার টাকায় স্ত্রীকে বিক্রি; তিনদিন ধরে ধর্ষণ, নোয়াখালীর ৫ যুবক গ্রেফতার বাজগড্ডায় জিকরুল্লাহ ইসলামিয়া যুব কমিটির উদ্যোগে ঈদে মাজিউন্নাবী (সা.) মাহফিল শিল্পকলা একাডেমীর মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিনকে কুমিল্লায় ফুলেল সংবর্ধনা চৌদ্দগ্রামে তুলাপুষ্কুরণী সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা আলী হোসেন সজিব বাংলাদেশ দলিল লেখক সমিতির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব নির্বাচিত ভোটাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠাই ৩১ দফার মূল লক্ষ্য -হাজী ইয়াছিন বুড়িচংয়ে কলেজ ছাত্র অপহরণের পর নির্মম নির্যাতন, পাঁচ দিন ধরে লাইফ সাপোর্টে সোহাগ বাংলাদেশ দলিল লেখক সমিতির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব নির্বাচিত

শিক্ষকতা শেষে সহকর্মী-শিক্ষার্থীদের ভালোবাসায় আপ্লুত কুমিল্লার স্বপন কুমার

  • তারিখ : ১২:৫১:০১ পূর্বাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫
  • 568

স্টাফ রিপোর্টার

কুমিল্লার তিতাস উপজেলার মজিদপুর উচ্চবিদ্যালয়ের বর্ষীয়ান শিক্ষক স্বপন কুমার সূত্রধর দীর্ঘ ৩৬ বছর নিবেদিত প্রাণ শিক্ষকতার পর গত বৃহস্পতিবার তার কর্মজীবনের সমাপ্তি ঘটে। এ উপলক্ষে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা তাকে সন্মান ও ভালোবাসায় সিক্ত করে সাড়ম্বরে বিদায় জানায়।

১৯৮৯ সালের ২ সেপ্টেম্বর শিক্ষকতার পথচলা শুরু করা স্বপন কুমার শেষ দিন পর্যন্ত বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। বৃহস্পতিবার বেলা তিনটায় বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত বিদায় অনুষ্ঠানে তাকে বিভিন্ন সম্মানসূচক উপহার ও ক্রেস্ট প্রদান করা হয়।

বিকেল চারটায় বিদ্যালয়ের খেলার মাঠে দাঁড়িয়ে সংক্ষিপ্ত বক্তব্যে স্বপন কুমার বলেন, ‘৩৬ বছর কঠোর পরিশ্রম ও নিষ্ঠার সাথে শিক্ষকতা করার সুযোগ পেয়ে আমি গর্বিত। শিক্ষার্থীদের ভালোবাসা ও সম্মান আমার শিক্ষকজীবনের সবচেয়ে বড় অর্জন।’

বিদায়ের সময় সহকর্মী শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা ফুলের মালা দিয়ে তাকে বরণ করে নিয়ে, ফুলে সজ্জিত একটি গাড়িতে তুলে প্রায় দুই কিলোমিটার দূরত্ব হেঁটে তার বাড়ি পৌঁছে দেয়।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জোবায়দা আক্তার বলেন, ‘স্বপন কুমারের ন্যায়নীতি, আদর্শ ও শিক্ষকতা আমাদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। তার ত্যাগ ও নিষ্ঠা বিদ্যালয়ের শিক্ষকদের জন্য এক অনুকরণীয় দৃষ্টান্ত।’

স্বপন কুমারের এ বিদায় অনুষ্ঠান ছিল একটি শিক্ষাব্যবস্থায় স্নেহ ও শ্রদ্ধার অনন্য প্রকাশ, যা শিক্ষাক্ষেত্রে দীর্ঘদিন নিঃস্বার্থ সেবার মূল্যায়নের নিদর্শন হিসেবে বিবেচিত হবে।

error: Content is protected !!

শিক্ষকতা শেষে সহকর্মী-শিক্ষার্থীদের ভালোবাসায় আপ্লুত কুমিল্লার স্বপন কুমার

তারিখ : ১২:৫১:০১ পূর্বাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫

স্টাফ রিপোর্টার

কুমিল্লার তিতাস উপজেলার মজিদপুর উচ্চবিদ্যালয়ের বর্ষীয়ান শিক্ষক স্বপন কুমার সূত্রধর দীর্ঘ ৩৬ বছর নিবেদিত প্রাণ শিক্ষকতার পর গত বৃহস্পতিবার তার কর্মজীবনের সমাপ্তি ঘটে। এ উপলক্ষে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা তাকে সন্মান ও ভালোবাসায় সিক্ত করে সাড়ম্বরে বিদায় জানায়।

১৯৮৯ সালের ২ সেপ্টেম্বর শিক্ষকতার পথচলা শুরু করা স্বপন কুমার শেষ দিন পর্যন্ত বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। বৃহস্পতিবার বেলা তিনটায় বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত বিদায় অনুষ্ঠানে তাকে বিভিন্ন সম্মানসূচক উপহার ও ক্রেস্ট প্রদান করা হয়।

বিকেল চারটায় বিদ্যালয়ের খেলার মাঠে দাঁড়িয়ে সংক্ষিপ্ত বক্তব্যে স্বপন কুমার বলেন, ‘৩৬ বছর কঠোর পরিশ্রম ও নিষ্ঠার সাথে শিক্ষকতা করার সুযোগ পেয়ে আমি গর্বিত। শিক্ষার্থীদের ভালোবাসা ও সম্মান আমার শিক্ষকজীবনের সবচেয়ে বড় অর্জন।’

বিদায়ের সময় সহকর্মী শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা ফুলের মালা দিয়ে তাকে বরণ করে নিয়ে, ফুলে সজ্জিত একটি গাড়িতে তুলে প্রায় দুই কিলোমিটার দূরত্ব হেঁটে তার বাড়ি পৌঁছে দেয়।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জোবায়দা আক্তার বলেন, ‘স্বপন কুমারের ন্যায়নীতি, আদর্শ ও শিক্ষকতা আমাদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। তার ত্যাগ ও নিষ্ঠা বিদ্যালয়ের শিক্ষকদের জন্য এক অনুকরণীয় দৃষ্টান্ত।’

স্বপন কুমারের এ বিদায় অনুষ্ঠান ছিল একটি শিক্ষাব্যবস্থায় স্নেহ ও শ্রদ্ধার অনন্য প্রকাশ, যা শিক্ষাক্ষেত্রে দীর্ঘদিন নিঃস্বার্থ সেবার মূল্যায়নের নিদর্শন হিসেবে বিবেচিত হবে।