০৫:১৩ অপরাহ্ন, রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বিএনপির মধ্যে বিভাজন স্বার্থান্বেষী মহলের দৌরাত্ম্যের কারণে – রশিদ আহমেদ হোসাইনী কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় শিশুর রহস্যজনক মৃত্যু কুমিল্লায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল; ৪৫ নেতা-কর্মী গ্রেপ্তার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে লাল মৃত্তিকায় শীতের নির্মল ছোঁয়া বিভিন্ন স্থানে বিড়ালের চোখ তুলে নেয়া ও প্রাণি নির্যাতনের প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে শুভপুর ইউনিয়ন দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের ১নং ওয়ার্ড নির্বাচনী প্রস্তুতি ও কর্মী সভা বুড়িচং এরশাদ ডিগ্রী কলেজের রুবি জয়ন্তী উপলক্ষে ৯৭ ব্যাচের আলোচনা ও রেজিস্ট্রেশন দেবিদ্বারে সাড়ে তিন বছরের শিশুকে কুপিয়ে ও পিটিয়ে আহত চৌদ্দগ্রামে কাশিনগর ইউনিয়ন দক্ষিণ ৬নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নির্বাচনী প্রস্তুতি ও কর্মী সভা বুড়িচংয়ে ৪৪টি মাদ্রাসা ও এতিমখানায় দুম্বার মাংস বিতরণ

শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে চৌদ্দগ্রামে সেরা শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

  • তারিখ : ০৯:৩২:০৭ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫
  • 60

মনোয়ার হোসেন।।
শিক্ষার অগ্রগতিতে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টার গুরুত্ব অপরিসীম—উল্লেখ করে চৌদ্দগ্রামে অনুষ্ঠিত হলো মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পারফরম্যান্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি স্কিম (এসইডিপি) প্রকল্পের আওতায় ২০২২ ও ২০২৩ শিক্ষাবর্ষের সেরা শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান।

সোমবার (২১ জুলাই) উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জামাল হোসেন। তিনি বলেন, “শ্রেষ্ঠ শিক্ষার্থীদের সাফল্য কোনো একক প্রচেষ্টার ফল নয়, এটি শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীর সম্মিলিত প্রয়াসের ফসল। শুধু শিক্ষক দায়িত্ব পালন করলেই চলবে না, অভিভাবকদেরও সন্তানের প্রতি নজরদারি ও সময় দেওয়ার প্রয়োজন।”

তিনি আরও বলেন, “একজন শিক্ষার্থী দৈনিক ২৪ ঘণ্টার মধ্যে মাত্র ৪ ঘণ্টা কাটায় শিক্ষকের সঙ্গে। বাকি ২০ ঘণ্টা থাকে অভিভাবকদের অধীনে। তাই সন্তান কার সঙ্গে মিশছে, কোথায় যাচ্ছে, স্মার্ট ফোন কী কাজে ব্যবহার করছে—সেগুলো দেখার দায়িত্ব বাবা-মায়ের।”

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এবং কুমিল্লা জেলা শিক্ষা অফিসের যৌথ আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ কে এম মীর হোসেন এবং সঞ্চালনা করেন আবু বক্কর সিদ্দিক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মাঈন উদ্দিন ও কুমিল্লা জেলা শিক্ষা অফিসের প্রোগ্রামার রানা কুমার সাহা।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম মাধ্যমিক পাইলট বালিকা বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মোঃ মাহফুজুর রহমান, আলহাজ্ব নূর মিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ মহিবুল্লাহ, নজমিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ একেএম সামছুদ্দিন, এবং সেকান্দর আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদ উল্যাহ ভুঁইয়া।

অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন সিংরাইশ রহমানিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ আ.ন.ম মোখলেছুর রহমান নোমান। শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখে ফারিয়া আক্তার, মাহমুদুল হাসান, তাসফিয়া তাহফিম ও সামিয়া রহমান।

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, শিক্ষার্থীদের বিদ্যালয়ে ধরে রাখা ও শিক্ষায় উদ্বুদ্ধ করতে এসইডিপি প্রকল্পের আওতায় প্রতিবছর পারফরম্যান্স অনুযায়ী শিক্ষার্থীদের ক্রেস্ট, সনদ ও পুরস্কার প্রদান করা হয়।

error: Content is protected !!

শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে চৌদ্দগ্রামে সেরা শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

তারিখ : ০৯:৩২:০৭ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫

মনোয়ার হোসেন।।
শিক্ষার অগ্রগতিতে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টার গুরুত্ব অপরিসীম—উল্লেখ করে চৌদ্দগ্রামে অনুষ্ঠিত হলো মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পারফরম্যান্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি স্কিম (এসইডিপি) প্রকল্পের আওতায় ২০২২ ও ২০২৩ শিক্ষাবর্ষের সেরা শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান।

সোমবার (২১ জুলাই) উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জামাল হোসেন। তিনি বলেন, “শ্রেষ্ঠ শিক্ষার্থীদের সাফল্য কোনো একক প্রচেষ্টার ফল নয়, এটি শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীর সম্মিলিত প্রয়াসের ফসল। শুধু শিক্ষক দায়িত্ব পালন করলেই চলবে না, অভিভাবকদেরও সন্তানের প্রতি নজরদারি ও সময় দেওয়ার প্রয়োজন।”

তিনি আরও বলেন, “একজন শিক্ষার্থী দৈনিক ২৪ ঘণ্টার মধ্যে মাত্র ৪ ঘণ্টা কাটায় শিক্ষকের সঙ্গে। বাকি ২০ ঘণ্টা থাকে অভিভাবকদের অধীনে। তাই সন্তান কার সঙ্গে মিশছে, কোথায় যাচ্ছে, স্মার্ট ফোন কী কাজে ব্যবহার করছে—সেগুলো দেখার দায়িত্ব বাবা-মায়ের।”

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এবং কুমিল্লা জেলা শিক্ষা অফিসের যৌথ আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ কে এম মীর হোসেন এবং সঞ্চালনা করেন আবু বক্কর সিদ্দিক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মাঈন উদ্দিন ও কুমিল্লা জেলা শিক্ষা অফিসের প্রোগ্রামার রানা কুমার সাহা।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম মাধ্যমিক পাইলট বালিকা বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মোঃ মাহফুজুর রহমান, আলহাজ্ব নূর মিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ মহিবুল্লাহ, নজমিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ একেএম সামছুদ্দিন, এবং সেকান্দর আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদ উল্যাহ ভুঁইয়া।

অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন সিংরাইশ রহমানিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ আ.ন.ম মোখলেছুর রহমান নোমান। শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখে ফারিয়া আক্তার, মাহমুদুল হাসান, তাসফিয়া তাহফিম ও সামিয়া রহমান।

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, শিক্ষার্থীদের বিদ্যালয়ে ধরে রাখা ও শিক্ষায় উদ্বুদ্ধ করতে এসইডিপি প্রকল্পের আওতায় প্রতিবছর পারফরম্যান্স অনুযায়ী শিক্ষার্থীদের ক্রেস্ট, সনদ ও পুরস্কার প্রদান করা হয়।