গোলাম কিবরিয়া।।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হুমকি দেওয়ার প্রতিবাদে ৪ জুন (শনিবার) সারা দেশের ন্যায় কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ বিক্ষোভ কর্মসুচি পালন করবে।
বাংলাদেশ আওয়ামীলীগ, কুমিল্লা উত্তর জেলা শাখার আয়োজনে শনিবার সকাল ৯ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন, গৌরীপুর বাসস্ট্যান্ড এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে।
সম্প্রতি পঁচাত্তরের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার’ বিএনপির অঙ্গসংঠনের নেতা-কর্মীরা এমন স্লোগান দেন। এর প্রতিবাদ জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বক্তব্য দেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের দিয়েছেন স্বাধীনতা আর তারই কন্যা প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা দিয়েছেন অর্থনৈতিক মুক্তি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে রাষ্ট্রনায়ক শেখ হাসিনা যখন দিন-রাত পরিশ্রম করে বাংলাদেশকে একটি আত্মমর্যাদাশীল ও সমৃদ্ধ দেশ হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।
ঠিক সেই মুহূর্তে বিএনপি-জামায়াত দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। এমনকি তারা বিভিন্ন মাধ্যমে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়েছে।