সরকার নিম্নআয়ের মানুষের কল্যাণে সামাজিক নিরাপত্তা বেষ্টনী বাড়িয়েছে

নিজস্ব প্রতিবেদক।।
“প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দূরদর্শিতার কারনে দেশে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ভাতাভোগীরা এখন সহজেই এই কর্মসূচীর সুফল পাচ্ছেন। কোভিড পরবর্তী পরিস্থিতিতে কর্মসংস্থানের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

নিম্নআয়ের মানুষ যাতে উপকৃত হয় সেদিকে খেয়াল রেখে বিভিন্ন সেক্টরে প্রনোদনা দেওয়া হচ্ছে। সামাজিক নিরাপত্তা বেষ্টনী বাড়ানো হয়েছে। বৈশ্বিক অর্থনৈতিক সমস্যার দিকে খেয়াল রেখে বিদেশ নির্ভরতা কমানোর চেষ্টা করা হচ্ছে।”

বুধবার কুমিল্লায় সমাজ সেবা অধিদপ্তরের বাস্তবায়িত সামাজিক নিরাপত্তা কর্মসূচির সফল বাস্তবায়ন বিষয়ক সেমিনারে বক্তারা এসব কথা বলেন।

কুমিল্লা আদর্শ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সমাজসেবা কার্যলয় আয়োজিত সেমিনার প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এডভোকেট আমিনুল ইসলাম টুটুল।

সেমিনারে মুল প্রবন্ধ উপস্থাপন করেন সমাজ সেবা অধিদপ্তর কুমিল­ার উপ-পরিচালক জেড এম মিজানুর রহমান।আদর্শ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া আফরিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস-চেয়ারম্যান তারিকুর রহমান জুয়েল, এডভোকেট হোসনেয়ারা বকুল। অনুষ্ঠান পরিচালনা করেন আদর্শ সদর উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আরিফুর রহমান।

সেমিনারে কোতয়ালী মডেল থানার ইন্সপেক্টর রাজীব চক্রবতী, সদরের আমড়াতলী ইউনিয়নের চেয়ারম্যান কাজী মোজাম্মেল হক, দূর্গাপুর উত্তর ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, জগন্নাথপুর ইউপি চেয়ারম্যান মামুনুর রশিদ মামুন, কালির বাজার ইউনিয়ন চেয়ারম্যান নুরুল ইসলাম সিআইপি, পাঁচথুবি ইউনিয়ন চেয়ারম্যান হাসান রাফি রাজু,সহ উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি,সাংবাদিক ইমামসহ বিভিন্ন বিভিন্ন পেশা শ্রেনীর মানুষ উপস্থিত ছিলেন ।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  

You cannot copy content of this page