সাবেক ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন নান্নুর জানাজা সম্পন্ন

ব্রাহ্মণপাড়া প্রতিনিধি।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, সাহেবাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন নান্নুর জানাজার নামাজ রবিবার বিকেলে সাহেবাবাদ লতিফা ইসমাইল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। জানাজায় অংশ নিতে দলমত নির্বিশেষে বিভিন্ন এলাকা থেকে মানুষের ঢল নামে।

এ সময় কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সাংসদ এডভোকেট আবুল হাশেম খান, ব্রাহ্মণপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর খান চৌধুরী, কুমিল্লা দঃ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন স্বপন, ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আবু জাহের, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আবদুল বারী, সাবেক আইনমন্ত্রী প্রয়াত এডভোকেট আবদুল মতিন খসরু’র ছোট ভাই এডভোকেট আবদুল মমিন ফেরদৌস, সোনার বাংলা কলেজের অধ্যক্ষ সেলিম রেজা সৌরভ, কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক এহতেশামুল হাসান ভূইয়া রুমি।

সিদলাই আমির হোসেন জোবেদা ডিগ্রি কলেজের অধ্যক্ষ নজরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম সুজন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান হাজী মোস্তফা সারওয়ার খান, মনিরুল হক, জমির হোসেন ঠিকাদার, সাবেক ইউপি চেয়ারম্যান হাজী জসিম উদ্দিন, আবুল কালাম আজাদ, মোস্তবা আলী শাহীন।

সাহেবাবাদ ডিগ্রি কলেজের অধ্যক্ষ হুমায়ুন কবির, সাহেবাবাদ কামিল মাদরাসার অধ্যক্ষ আব্দুর রহমান, সাহেবাবাদ ইউপি চেয়ারম্যান মোঃ মনির হোসেন চৌধুরী, সদর ইউপি চেয়ারম্যান জহিরুল হক ঠিকাদার,সিদলাই ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম আলাউল, আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ শাহ আলম, উপজেলা যুবলীগের আহবায়ক সুলতান আহমেদ, যুগ্ম আহ্বায়ক ইস্রাফিল ভূইয়া, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম।

উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ বিল্লাল হোসেন সরকার, মিজানুর রহমান আতিকি,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আমির হোসেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এডভোকেট আবদুল আলীম খান, সাধারণ সম্পাদক ইসমাইল নয়ন, প্রচার সম্পাদক আতাউর রহমানসহ হাজার হাজার মুসল্লী জানাজায় উপস্থিত ছিলেন। জানাজা ও দোয়া পরিচালনা করেন বারীয়া দরবার শরীফের পীর মাওলানা শামসুদ্দোহা বারী।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৮ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  

You cannot copy content of this page