
মাহফুজ নান্টু, কুমিল্লা।
সিলেটে ভানবাসী মানুষের মাঝে শুকনো খাবার, শিশু খাদ্য বিতরণ করলো স্বেচ্ছাসেবী সংগঠন কুমিল্লা মানবিক টিম। খাবার ও পোষাক বিতরণের পরে মানবিক টিমের উদ্যাগে প্রয়োজনীয় ঔষধ উদ্ধারকাজে নিয়োজিত সেনাবাহিনীর হাতে তুলে দেয়া হয়।
মানবিক টিমের সমন্বয়ক আবদুল হান্নান বলেন, বন্যার খবর দেখে অর্থ সংগ্রহ করি। সেই অর্থ এক সাথে করে শুকনো খাবার, পোষাক ঔষধ কিনে গেলো রোববার সিলেটের উদ্দেশ্য রওনা দেই। আমাদের টিমে ৪ জন ছিলাম।
সোমবার সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার ৮০জন পরিবার কে খাদ্য সামগ্রি প্রদান করি,বিকালে ছাতক উেজেলার ৬০জন কে লুঙ্গী, জামা,কাপড় শার্ট প্রদান করি,ও শিশুদের দুধ,শুকনো খাবর দেই।
এছাড়াও আমাদের সাথে করে নিয়ে যাওয়া ঔষধগুলো বন্যাকবলিত মানুষের উদ্ধারের দায়িত্বে থাকা সেনা সদস্যদের হাতে তুলে দেই।