০৪:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ২৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ফ্যাসিবাদ মোকাবেলা ব্যর্থ ইউনূস সরকার; কুমিল্লায় ইসলামী ৮ দলের নেতারা কুমিল্লা-৪ আসনে এনসিপির মনোনয়ন ফরম কিনলেন হাসনাত আব্দুল্লাহ কুমিল্লার নতুন জেলা প্রশাসক মু. রেজা হাসান দেবিদ্বারে লকডাউন কর্মসূচির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ কুমিল্লায় মাদক সেবনে বাধা দেয়ায় নির্মাণ শ্রমিককে পিটিয়ে হত্যা হাজী ইয়াছিনের পক্ষে দিনব্যাপী অবস্থান কর্মসূচি; ১১তম দিনে দলীয় কার্যালয়ে অবস্থান বুড়িচংয়ে কোরপাই থেকে নাজিরা বাজার পর্যন্ত টহল-চেকপোস্টে তল্লাশি জোরদার কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ২৬ নেতাকর্মী গ্রেপ্তার কুমিল্লায় নাশকতার অভিযোগে আ.লীগ নেতা গ্রেফতার কুমিল্লা–৬ আসনে টানা কর্মসূচির দশম দিনে হাজী ইয়াছিনের পক্ষে গণস্বাক্ষর অভিযান

সৌদিতে ভবন থেকে পড়ে কুমিল্লার এক যুবকের মর্মান্তিক মৃত্যু

  • তারিখ : ১২:১৪:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫
  • 73

বুড়িচং প্রতিনিধি।।
সৌদি আরবে ভবন থেকে পড়ে নজরুল ইসলাম (৩০) নামে এক বাংলাদেশি যুবক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৪ জুন ২০২৫) দুপুর ২টার দিকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের জেঠাতো ভাই প্রভাষক মো. গিয়াস উদ্দিন।

নজরুল কুমিল্লার বুড়িচং উপজেলার সদর ইউনিয়নের বুড়িচং পূর্বপাড়ার বাসিন্দা। তার পিতার নাম সৈয়দ আলী। গত মঙ্গলবার (৩ জুন ২০২৫) বাংলাদেশ সময় রাতের দিকে সৌদি আরবের দাম্মাম শহরে একটি বহুতল ভবনে কাজ করার সময় দুর্ঘটনাটি ঘটে। কাজ করার একপর্যায়ে ভবনের উপর থেকে নিচে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নজরুল ইসলাম বুড়িচং এরশাদ ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পাশ করার পর পাঁচ বছর আগে জীবিকার তাগিদে শ্রমিক ভিসায় সৌদি আরব পাড়ি জমান। বিদেশ থাকাকালীন একবার দেশে ফিরে বিয়ে করেন এবং পরে পুনরায় সৌদিতে চলে যান। তাদের সংসারে একটি কন্যা সন্তানের জন্ম হয়। দুর্ভাগ্যজনকভাবে, সেই সন্তানের মুখ দেখার আগেই না ফেরার দেশে পাড়ি জমালেন নজরুল।

নজরুল তিন ভাই ও দুই বোনের মধ্যে সবার ছোট ছিলেন। তার অকাল মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

বুড়িচং প্রেস ক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম বলেন, “নজরুল আমার প্রাক্তন ছাত্র ছিল। আমি যখন বুড়িচং আইডিয়াল স্কুলে শিক্ষকতা করতাম, সে ছিল একজন নম্র, ভদ্র ও মেধাবী শিক্ষার্থী।”

বুড়িচং বাজারের ব্যবসায়ী সাইফুল ইসলাম ও চাকরিজীবী রবিউল ইসলাম বলেন, “নজরুল অল্প বয়সে এক দুর্ঘটনায় পৃথিবী ছেড়ে চলে গেলেন। তিনি দেশে থাকাকালীন সকলের সঙ্গে সদাচরণ করতেন এবং অত্যন্ত ভদ্র স্বভাবের ছিলেন।”

নজরুলের মৃত্যুতে পরিবার, আত্মীয়-স্বজন এবং পুরো এলাকায় শোকের মাতম বইছে। তার মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সরকারের সহযোগিতা কামনা করেছেন শোকাহত পরিবার।

error: Content is protected !!

সৌদিতে ভবন থেকে পড়ে কুমিল্লার এক যুবকের মর্মান্তিক মৃত্যু

তারিখ : ১২:১৪:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫

বুড়িচং প্রতিনিধি।।
সৌদি আরবে ভবন থেকে পড়ে নজরুল ইসলাম (৩০) নামে এক বাংলাদেশি যুবক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৪ জুন ২০২৫) দুপুর ২টার দিকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের জেঠাতো ভাই প্রভাষক মো. গিয়াস উদ্দিন।

নজরুল কুমিল্লার বুড়িচং উপজেলার সদর ইউনিয়নের বুড়িচং পূর্বপাড়ার বাসিন্দা। তার পিতার নাম সৈয়দ আলী। গত মঙ্গলবার (৩ জুন ২০২৫) বাংলাদেশ সময় রাতের দিকে সৌদি আরবের দাম্মাম শহরে একটি বহুতল ভবনে কাজ করার সময় দুর্ঘটনাটি ঘটে। কাজ করার একপর্যায়ে ভবনের উপর থেকে নিচে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নজরুল ইসলাম বুড়িচং এরশাদ ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পাশ করার পর পাঁচ বছর আগে জীবিকার তাগিদে শ্রমিক ভিসায় সৌদি আরব পাড়ি জমান। বিদেশ থাকাকালীন একবার দেশে ফিরে বিয়ে করেন এবং পরে পুনরায় সৌদিতে চলে যান। তাদের সংসারে একটি কন্যা সন্তানের জন্ম হয়। দুর্ভাগ্যজনকভাবে, সেই সন্তানের মুখ দেখার আগেই না ফেরার দেশে পাড়ি জমালেন নজরুল।

নজরুল তিন ভাই ও দুই বোনের মধ্যে সবার ছোট ছিলেন। তার অকাল মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

বুড়িচং প্রেস ক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম বলেন, “নজরুল আমার প্রাক্তন ছাত্র ছিল। আমি যখন বুড়িচং আইডিয়াল স্কুলে শিক্ষকতা করতাম, সে ছিল একজন নম্র, ভদ্র ও মেধাবী শিক্ষার্থী।”

বুড়িচং বাজারের ব্যবসায়ী সাইফুল ইসলাম ও চাকরিজীবী রবিউল ইসলাম বলেন, “নজরুল অল্প বয়সে এক দুর্ঘটনায় পৃথিবী ছেড়ে চলে গেলেন। তিনি দেশে থাকাকালীন সকলের সঙ্গে সদাচরণ করতেন এবং অত্যন্ত ভদ্র স্বভাবের ছিলেন।”

নজরুলের মৃত্যুতে পরিবার, আত্মীয়-স্বজন এবং পুরো এলাকায় শোকের মাতম বইছে। তার মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সরকারের সহযোগিতা কামনা করেছেন শোকাহত পরিবার।