সোনিয়া আফরিন।।
কুমিল্লার হোমনায় মানবিক সংগঠন হাঁড়ির খোঁজে বাড়ির উদ্যোগে ঘারমোড়া বাজার কমিটির সভাপতি ওমান প্রবাসি মো. শিপন সরকারের সৌজন্যে শারীরিক, বাক ও দৃষ্টি প্রতিবন্ধী শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
শনিবার (২৫ ডিসেম্বর)সকাল থেকে হোমনা, কান্দাহাটি, আদর্শপাড়া,বাহেরখোলা, ঘারমোড়া, বাবরকান্দি, জয়নগর, আলীপুর, দড়িচর,,দুলালপুর,চন্ডিপুর, দৌলতপুর ও রামকৃষ্ণপুর গ্রামে ৫০ জন প্রতিবন্ধির মাঝে এ কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণের সময় হোমনা প্রেহড়স ক্লাবের সভাপতি আব্দুল হক সরকার, হাড়িঁর খোঁজে বাড়ির পরিচালক আব্দুস সালাম ভুইয়া সহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
হাড়িঁর খোঁজে বাড়ির পরিচালক আব্দুস সালাম ভূইয়া বলেন, প্রতিবন্ধীরা আমাদের সমাজেরই অংশ। অন্যদের মতো তারাও সমানভাবেই সুযোগ-সুবিধা পাওয়ার অধিকার রাখে। প্রতিবন্ধীদের ফেলনা ভাবা যাবে না। সকলকে সহযোগিতার মনোভাব নিয়ে তাদের পাশে দাঁড়ানোর আহবান জানান তিনি।
আরো দেখুন:You cannot copy content of this page