হোমনায় ৫৭ টি ভূমিহীন পরিবার এবার ঈদুল ফিতর পালন করবে নতুন ঘরে

সোনিয়া আফরিন।।
কুমিল্লার হোমনায় মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক আশ্রয়ন-২ প্রকল্পের চতুর্থ পর্যায়ে নির্মিত উপহারের নতুন ঘর পেয়েছে ৫৭ পরিবার। এতে আগামী ঈদুল ফিতর উদযাপন করতে পারবেন নতুন ঘরে। নতুন ঘরে ঈদ উদযাপন করবে এনিয়ে তাদের আনন্দের সীমা নেই। সবাই মাননীয় প্রধান মন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘ হায়াত কামনা করেন।

বুধবার ২২ মার্চ সকাল সকাল ১০টা ৩০ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক সারাদেশে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমির মালিকানাসহ গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করার পর হোমনার ৫৭ টি পরিবারের মাঝে ঘরের জায়গার দলিলও চাবি হস্তান্তর করেন হোমনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ক্ষেমালিকা চাকমা।

জানাগেছে, চতুর্থ পর্যায়ে নতুন করে দড়িচরে ৬টি,চম্পক নগরে-১১টি ,বিজয় নগরে-২৭টি, ছোট ঘাগুটিয়া-৮ ও ভিটি কালমিনা-৫টি মোট ৫৭ টি ঘর ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে হস্তান্তর করা হয়েছে।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ইউএনও ক্ষেমালিকা চাকমার সভাপতি বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাছিমা আক্তার রীনা, পৌর মেয়র এ্যাড. নজরুল ইসলাম,উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মহাসিন সরকার, সহকারী কমিশনার (ভূমি) ইউসুফ হাসান, ওসি মো. সাইফুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ নাহিদ আহাম্সদ জাকির, বীর মক্তিযোদ্ধা আবুল কাশেম প্রধান,হোমনা প্রেস ক্লাবেরর সভাপতি মো. আব্দুল হক সরকার,ইউপি চেয়ারম্যান মো. মোজাম্মেল হক প্রমূখ।

উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারি, জনপ্রতিনিধি,উপকারভোগীসহ প্রিন্টও ইলে কট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  

You cannot copy content of this page