সোনিয়া আফরিন।।
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও বিজয় দিবস উপলক্ষে কুমিল্লার হোমনা উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বিকাল ৩ টার দিকে হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠ থেকে র্যালি টি শুরু হয়ে চৌরাস্তা হয়ে উপজেলা পরিষদ মাঠে শেষ হয়। উক্ত র্যালির নেতৃত্ব দেন কুমিল্লা-২( হোমনা – তিতাস) আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী।
র্যালিউত্তোর সভায় প্রধান অতিথির বক্তব্যে সেলিমা আহমাদ এমপি বলেন, জাতীরজনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান এ দেশের মানুষের মুখে হাসি ফুঠানোর জন্য কাজ করেছেন।
এই বিজয় মাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অস্পূর্ণ কাজ তারই কন্যা বাংলাদেশের প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা করে যাচ্ছেন। তার হাতকে শক্তিশালী করার জন্য সবাইকে কাজ করার আহবান জানান তিনি।
উপজেলা আওয়ামীরীগের সহ সভাপতি ও পৌর মেয়র অ্যাড. মো.নজরুল ইসলাম, সহ সভাপতি সাবেক ভাইস চেয়ারম্যান ফজলুল হক মোল্লা, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন সম্পাদক ওও উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মহাসিন সরকার, পৌর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন বাবুল, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন মোসলেম, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক শাহিনুজ্জামান খোকন, যুগ্ন সম্পাদক গাজী ইলিয়াছ, সদস্য ও ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি মাহবুবুর রহমান খন্দকার, সেক্রেটারী আবদুস সালাম ভুইয়া, মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার রীনা।
ইউপি চেয়ারম্যান জালাল উদ্দিন খন্দকার, জসিম উদ্দিন সওদাগর, তাইজুল ইসলাম মোল্লা, ছাদেক সরকার মোজাম্মেল হক যুবলীগের সভাপতি খন্দকার নজরুল ইসলাম, সাধারন সম্পাদক কায়সার আহাম্মেদ বেপারী, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেলোয়ার হোসেন ফারুক, সেক্রেটারী মনিরুজ্জামান মনির, ছাত্রলীগের সভাপতি ফয়সাল সরকার, সেক্রেটারী ফোরকানুল ইসলাম পলাশ, মহিলালীগের রুসিয়া বেগম, শেফালী আক্তার, নিলা আক্তার, লাইলী হক, মাফিয়া আক্তার, শেফালী বেগম সহ দলীয় নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।