০৭:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ২৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লায় মাদক সেবনে বাধা দেয়ায় নির্মাণ শ্রমিককে পিটিয়ে হত্যা হাজী ইয়াছিনের পক্ষে দিনব্যাপী অবস্থান কর্মসূচি; ১১তম দিনে দলীয় কার্যালয়ে অবস্থান বুড়িচংয়ে কোরপাই থেকে নাজিরা বাজার পর্যন্ত টহল-চেকপোস্টে তল্লাশি জোরদার কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ২৬ নেতাকর্মী গ্রেপ্তার কুমিল্লায় নাশকতার অভিযোগে আ.লীগ নেতা গ্রেফতার কুমিল্লা–৬ আসনে টানা কর্মসূচির দশম দিনে হাজী ইয়াছিনের পক্ষে গণস্বাক্ষর অভিযান তিন মাস পর বাসায় ফিরেছে মাইলস্টোন ট্র্যাজেডির কুমিল্লার যমজ দুইবোন জামায়াত ক্ষমতায় গেলে ঘুষ জাদুঘরে পাঠানো হবে- কুমিল্লায় সরওয়ার ছিদ্দিকী চৌদ্দগ্রামে কামরুল হুদার পক্ষে ঘোলপাশা ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের লিফলেট বিতরণ ফেব্রুয়ারির প্রথম ভাগেই নির্বাচন, কোনো শক্তিই ঠেকাতে পারবে না: কুমিল্লায় প্রেস সচিব

হোমনায় ব্যবসায়ীকে হত্যার ঘটনায় ইউপি চেয়ারম্যানসহ ৩৮ জনের বিরুদ্ধে মামলা

  • তারিখ : ১২:৩০:১১ পূর্বাহ্ন, রবিবার, ২০ ফেব্রুয়ারী ২০২২
  • 29

নিউজ ডেস্ক।।
কুমিল্লার হোমনার আসাদপুর ইউনিয়নের ঘনিয়ারচরে ইন্টারনেট সংযোগ ব্যবসায়ী সালাউদ্দিন (২৬) নামের এক যুবককে কুপিয়ে ও পিটিয়ে হত্যার ঘটনায় স্থানীয় ইউপি চেয়ারম্যান জালাল উদ্দিনসহ ২৩ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরও ১৫ জনসহ মোট ৩৮ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়েছে।

নিহতের বড় বোন পারুল আক্তার বাদী হয়ে শনিবার (১৯ ফেব্রুয়ারি) হোমনা থানায় এ মামলা দায়ের করেন। তবে এ ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

মামলার অভিযোগে জানা যায়, গত ১৭ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টার দিকে জেলার হোমনা উপজেলার আসাদপুর ইউনিয়নের ঘনিয়ারচর গ্রামের তেবাগিয়া লোহার ব্রিজে একা পেয়ে ব্যবসায়ী মো. সালাউদ্দিন ওরফে জহিরকে (২৬) ইউপি চেয়ারম্যান জালাল উদ্দিন, তার ভাতিজা মুকবল পাঠান, ছেলে রাসেলসহ একদল সন্ত্রাসী গতিরোধ করে রামদা, চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হাত, পা ও ঘাড়ের রগ কেটে দেয়।

এছাড়াও শরীরের বিভিন্ন অংশে হাতুড়ি দিয়ে পিটিয়ে থেতলে দেয় সন্ত্রাসীরা। এসময় গুরুতর আহত সালাহউদ্দিন জহিরের চিৎকারে আশে পাশে থাকা স্বজনরা ছুটে এসে তাকে উদ্ধার করতে গেলে সন্ত্রাসীরা তাদেরকেও ধাওয়া করে।

পরে রাতে হোমনা থানা পুলিশের সহায়তায় স্বজনরা গুরুতর আহত সালাউদ্দিনকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। নিহতের স্বজনদের দাবি মৃত্যুর আগের সালাউদ্দিন জহির ঘাতকদের নাম প্রকাশ করে গেছেন।

এ বিষয়ে হোমনা থানার ওসি আবুল কায়েস আকন্দ জানান, আসামিদের ধরতে পুলিশ মাঠে কাজ করছে।

error: Content is protected !!

হোমনায় ব্যবসায়ীকে হত্যার ঘটনায় ইউপি চেয়ারম্যানসহ ৩৮ জনের বিরুদ্ধে মামলা

তারিখ : ১২:৩০:১১ পূর্বাহ্ন, রবিবার, ২০ ফেব্রুয়ারী ২০২২

নিউজ ডেস্ক।।
কুমিল্লার হোমনার আসাদপুর ইউনিয়নের ঘনিয়ারচরে ইন্টারনেট সংযোগ ব্যবসায়ী সালাউদ্দিন (২৬) নামের এক যুবককে কুপিয়ে ও পিটিয়ে হত্যার ঘটনায় স্থানীয় ইউপি চেয়ারম্যান জালাল উদ্দিনসহ ২৩ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরও ১৫ জনসহ মোট ৩৮ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়েছে।

নিহতের বড় বোন পারুল আক্তার বাদী হয়ে শনিবার (১৯ ফেব্রুয়ারি) হোমনা থানায় এ মামলা দায়ের করেন। তবে এ ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

মামলার অভিযোগে জানা যায়, গত ১৭ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টার দিকে জেলার হোমনা উপজেলার আসাদপুর ইউনিয়নের ঘনিয়ারচর গ্রামের তেবাগিয়া লোহার ব্রিজে একা পেয়ে ব্যবসায়ী মো. সালাউদ্দিন ওরফে জহিরকে (২৬) ইউপি চেয়ারম্যান জালাল উদ্দিন, তার ভাতিজা মুকবল পাঠান, ছেলে রাসেলসহ একদল সন্ত্রাসী গতিরোধ করে রামদা, চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হাত, পা ও ঘাড়ের রগ কেটে দেয়।

এছাড়াও শরীরের বিভিন্ন অংশে হাতুড়ি দিয়ে পিটিয়ে থেতলে দেয় সন্ত্রাসীরা। এসময় গুরুতর আহত সালাহউদ্দিন জহিরের চিৎকারে আশে পাশে থাকা স্বজনরা ছুটে এসে তাকে উদ্ধার করতে গেলে সন্ত্রাসীরা তাদেরকেও ধাওয়া করে।

পরে রাতে হোমনা থানা পুলিশের সহায়তায় স্বজনরা গুরুতর আহত সালাউদ্দিনকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। নিহতের স্বজনদের দাবি মৃত্যুর আগের সালাউদ্দিন জহির ঘাতকদের নাম প্রকাশ করে গেছেন।

এ বিষয়ে হোমনা থানার ওসি আবুল কায়েস আকন্দ জানান, আসামিদের ধরতে পুলিশ মাঠে কাজ করছে।