মুরাদনগরে মুক্তিযোদ্ধা হারুন রশিদের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

মনির খাঁন মুরাদনগর উপজেলা প্রতিনিধি:
কুমিল্লার মুরাদনগর উপজেলায় ধামঘর ইউনিয়নের রায়তলা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে অবঃপ্রাপ্ত সেনা সদস্য বীর মুক্তিযোদ্ধা হারুন রশিদের( ৭৫) তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করেন।

গত বুধবার সকাল ১১টার দিকে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে রায়তলা ঈদগা মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

মুক্তিযোদ্ধা হারুন রশিদের দাফনের আগে মুরাদনগর থানা পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুবউন্নয়ন অফিসার মমিনুল হক, সাবেক উপজেলা ডেপুটি কমান্ডার মুক্তিযোদ্ধা হাজী মোঃ আবদুর রশিদসহ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে নিজ বাসভবনে অসুস্থ হয়ে পড়েন। পরে ওই দিন দিবাগত রাত ৮টার দিকে কুমিল্লার সিএমএইচ হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। মৃত্যুকালে স্ত্রী ২ পুত্র ও ২ কন্যাসন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

You cannot copy content of this page