নেকবর হোসেন।।
কুমিল্লার দাউদকান্দি উপজেলার কেরোসিন ঘাট থেকে শনিবার বেলা ১১টার দিকে মিনহাজ সরকারের মরদেহ উদ্ধার করা হয়। দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
মিনহাজ দাউদকান্দি আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল। তার বাড়ি কুমিল্লার তিতাস উপজেলার জিয়াকান্দি গ্রামে। সে দাউদকান্দির তুজারভাঙ্গা এলাকায় নানাবাড়িতে থেকে লেখাপড়া করত।
মেঘনা চালিভাঙ্গা নৌ-পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, শুক্রবার জুমার নামাজের আগে মিনহাজ তার বন্ধুদের সঙ্গে গোমতী নদীতে গোসল করতে নামে। গোসল শেষে তার বন্ধুরা উঠে এলেও মিনহাজকে খুঁজে পাওয়া যায় না। ডুবুরিদের খবর দেয়া হলে তারাও তাকে খোঁজাখুঁজি করে পায় না।
মিনহাজ যেখানে নিখোঁজ হয়েছিল সেখান থেকে কিছুটা দূরে কেরোসিন ঘাটে শনিবার তার মরদেহ ভেসে ওঠে।
এসআই বলেন,পরিবারের কোনো আপত্তি না থাকলে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হবে। এ ঘটনায় পুলিশ অপমৃত্যু মামলা করবে।
আরো দেখুন:You cannot copy content of this page