০৬:১৯ পূর্বাহ্ন, রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বিএনপির মধ্যে বিভাজন স্বার্থান্বেষী মহলের দৌরাত্ম্যের কারণে – রশিদ আহমেদ হোসাইনী কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় শিশুর রহস্যজনক মৃত্যু কুমিল্লায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল; ৪৫ নেতা-কর্মী গ্রেপ্তার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে লাল মৃত্তিকায় শীতের নির্মল ছোঁয়া বিভিন্ন স্থানে বিড়ালের চোখ তুলে নেয়া ও প্রাণি নির্যাতনের প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে শুভপুর ইউনিয়ন দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের ১নং ওয়ার্ড নির্বাচনী প্রস্তুতি ও কর্মী সভা বুড়িচং এরশাদ ডিগ্রী কলেজের রুবি জয়ন্তী উপলক্ষে ৯৭ ব্যাচের আলোচনা ও রেজিস্ট্রেশন দেবিদ্বারে সাড়ে তিন বছরের শিশুকে কুপিয়ে ও পিটিয়ে আহত চৌদ্দগ্রামে কাশিনগর ইউনিয়ন দক্ষিণ ৬নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নির্বাচনী প্রস্তুতি ও কর্মী সভা বুড়িচংয়ে ৪৪টি মাদ্রাসা ও এতিমখানায় দুম্বার মাংস বিতরণ

কুমিল্লায় পানিবন্দি ৫ শতাধিক পরিবার

  • তারিখ : ০৩:২০:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুন ২০২২
  • 30

নিউজ ডেস্ক।।
কুমিল্লায় গোমতী নদীর পানি বাড়ছে। এতে দেবিদ্বার উপজেলার ৫০৯ পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের রঘুরামপুর, গঙ্গানগর ও পৌরসভার বড় আলমপুর এলাকায় পানি প্রবেশ করেছে। ইতোমধ্যে এসব এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে নেওয়া হয়েছে।

ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও রঘুরামপুর এলাকার বাসিন্দা সোহরাব হোসেন বলেন, ‘অন্তত ৫০৯টি পরিবার পানিবন্দি হয়ে পড়েছেন। সবাইকে নিরাপদ জায়গায় যেতে বলা হচ্ছে।’

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সোমবার রাতে ঝুঁকিপূর্ণ ইউনিয়নগুলোতে রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত মাইকিং করা হয়েছে। গোমতীর বেড়িবাঁধের কোথাও কোনও ইঁদুরের গর্ত দিয়েও পানি ঢুকলে কর্তৃপক্ষকে জানাতে বলা হচ্ছে। রাতে একটি এলাকায় সংস্কার কাজ করা হয়েছে।

জানা গেছে, রঘুরামপুর ৩০০টি, পৌরসভার বড় আলমপুর এলাকার ১৬২টি ও গঙ্গানগর ৪৭টি পরিবার পানিবন্দি হয়ে পড়েছেন। পানিবন্দিদের নিরাপদ আশ্রয়ে নিতে ও তাদের সহযোগিতায় মোট চারটি টিম কাজ করছে। রঘুরামপুর এলাকায় উপজেলা প্রশাসন ও স্থানীয় সেচ্ছাসেবী সংগঠনের দুটি টিম কাজ করছে। বড় আলমপুর এলাকায় পৌরসভার একটি টিম এবং গঙ্গানগর এলাকায় স্থানীয় ইউপি চেয়ারম্যান ও স্থানীয়দের সমন্বয়ে একটি টিম কাজ করছে। এছাড়া পানি উন্নয়ন বোর্ড থেকে একটি টিম পুরো এলাকার কোথাও বেঁড়িবাধের ক্ষয়ক্ষতি হচ্ছে কিনা দেখাশোনা করছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক উন নবী তালুকদার জানান, উপজেলার লক্ষ্মীপুরের চাঁনপুর অংশ ঝুঁকিপূর্ণ। সেখানকার মানুষদের সরিয়ে ফেলা হচ্ছে। শুকনো খাবারের ব্যবস্থা আছে। তবে এখনও কোনও সংকট দেখা দেয়নি।

তিনি আরও জানান, বড় আলমপুর এলাকার শিবনগর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়, গঙ্গানগর এলাকার জন্য বিষ্ণুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, রঘুরামপুরের একটু মাদ্রাসার ভবন ও জাফরগঞ্জ সরকার প্রাথমিক বিদ্যালয় প্রস্তুত করা হয়েছে।

error: Content is protected !!

কুমিল্লায় পানিবন্দি ৫ শতাধিক পরিবার

তারিখ : ০৩:২০:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুন ২০২২

নিউজ ডেস্ক।।
কুমিল্লায় গোমতী নদীর পানি বাড়ছে। এতে দেবিদ্বার উপজেলার ৫০৯ পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের রঘুরামপুর, গঙ্গানগর ও পৌরসভার বড় আলমপুর এলাকায় পানি প্রবেশ করেছে। ইতোমধ্যে এসব এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে নেওয়া হয়েছে।

ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও রঘুরামপুর এলাকার বাসিন্দা সোহরাব হোসেন বলেন, ‘অন্তত ৫০৯টি পরিবার পানিবন্দি হয়ে পড়েছেন। সবাইকে নিরাপদ জায়গায় যেতে বলা হচ্ছে।’

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সোমবার রাতে ঝুঁকিপূর্ণ ইউনিয়নগুলোতে রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত মাইকিং করা হয়েছে। গোমতীর বেড়িবাঁধের কোথাও কোনও ইঁদুরের গর্ত দিয়েও পানি ঢুকলে কর্তৃপক্ষকে জানাতে বলা হচ্ছে। রাতে একটি এলাকায় সংস্কার কাজ করা হয়েছে।

জানা গেছে, রঘুরামপুর ৩০০টি, পৌরসভার বড় আলমপুর এলাকার ১৬২টি ও গঙ্গানগর ৪৭টি পরিবার পানিবন্দি হয়ে পড়েছেন। পানিবন্দিদের নিরাপদ আশ্রয়ে নিতে ও তাদের সহযোগিতায় মোট চারটি টিম কাজ করছে। রঘুরামপুর এলাকায় উপজেলা প্রশাসন ও স্থানীয় সেচ্ছাসেবী সংগঠনের দুটি টিম কাজ করছে। বড় আলমপুর এলাকায় পৌরসভার একটি টিম এবং গঙ্গানগর এলাকায় স্থানীয় ইউপি চেয়ারম্যান ও স্থানীয়দের সমন্বয়ে একটি টিম কাজ করছে। এছাড়া পানি উন্নয়ন বোর্ড থেকে একটি টিম পুরো এলাকার কোথাও বেঁড়িবাধের ক্ষয়ক্ষতি হচ্ছে কিনা দেখাশোনা করছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক উন নবী তালুকদার জানান, উপজেলার লক্ষ্মীপুরের চাঁনপুর অংশ ঝুঁকিপূর্ণ। সেখানকার মানুষদের সরিয়ে ফেলা হচ্ছে। শুকনো খাবারের ব্যবস্থা আছে। তবে এখনও কোনও সংকট দেখা দেয়নি।

তিনি আরও জানান, বড় আলমপুর এলাকার শিবনগর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়, গঙ্গানগর এলাকার জন্য বিষ্ণুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, রঘুরামপুরের একটু মাদ্রাসার ভবন ও জাফরগঞ্জ সরকার প্রাথমিক বিদ্যালয় প্রস্তুত করা হয়েছে।