১০:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লায় ট্রাকের চাপায় দুই মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু ভুমিকম্পে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ফয়জুন্নেসা হলে ফাটল, খসে পড়েছে আস্তরণ কুমিল্লায় ছাত্রলীগের কর্মী সন্দেহে স্কুলছাত্র গ্রেপ্তার, বার্ষিক পরীক্ষা দিতে পারল না চৌদ্দগ্রামে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত কুমিল্লার নাঙ্গলকোটে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু কুমিল্লা কারাগারে গাঁজাসহ দর্শনার্থীকে আটক, তিন মাসের কারাদণ্ড আমাকে সুযোগ দিন আমি হতাশ করব না- মনিরুল হক চৌধুরী অতীতের বেইমানরা আজও আছে; মানুষ বদলায়, কিন্তু বেইমানির স্বভাব বদলায় না -হাজী ইয়াছিন কুমিল্লায় জাতীয়তাবাদী সংগ্রামদলের মানববন্ধন; বিদ্যুৎ নীতির বিরুদ্ধে প্রতিবাদ সমুদ্রপথে ইতালি যাওয়ার পথে মাফিয়াদের গুলিতে ৩ বাংলাদেশী যুবকের মৃত্যু

কুমিল্লায় বাস চাপায় দুই অটোরিকশা যাত্রী নিহত

  • তারিখ : ১০:৪৯:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর ২০২২
  • 35

মোঃ জহিরুল হক বাবু।।
ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার বিশ্বরোড ও বেলতলীর মাঝামাঝি তামজিদ সিএনজি ফিলিং স্টেশনের সামনে ইকোনো বাস চাপার ব্যাটারী চালিত অটো রিকশার দুই যাত্রী নিহত হয়েছে। এতে আরো দুই যাত্রী আহত হয়েছে।

নিহতরা হলেন, সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ইউনিয়নের কিছমত মেম্বার বাড়ির জয়নাল আবেদীন (৪০) ও পার্শ্ববর্তী হোসেনপুর গ্রামের জামাই ইমাম হোসেন।

বৃহস্পতিবার সকাল পৌনে নয়টায় বেলতলী থেকে অটোরিকশা যোগে উল্টো পথে পদুয়ার বাজার বিশ্বরোড যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি বলেন, ‘চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ইকোনো পরিবহনের একটি বাস ঢাকার দিকে যাচ্ছিল। বাসটি কুমিল্লার পদুয়ার বাজার ফ্লাইওভারের কাছে এলে বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী নিহত হন। আহত হন আরও দুজন।

‘মহাসড়কে কোনো অটোরিকশা চলাচল নিষিদ্ধ হলেও দুর্ঘটনাকবলিত অটোরিকশাটি রং সাইড দিয়েই আসছিল।’

আহতদের কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মরদেহগুলো হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান ওসি।

error: Content is protected !!

কুমিল্লায় বাস চাপায় দুই অটোরিকশা যাত্রী নিহত

তারিখ : ১০:৪৯:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর ২০২২

মোঃ জহিরুল হক বাবু।।
ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার বিশ্বরোড ও বেলতলীর মাঝামাঝি তামজিদ সিএনজি ফিলিং স্টেশনের সামনে ইকোনো বাস চাপার ব্যাটারী চালিত অটো রিকশার দুই যাত্রী নিহত হয়েছে। এতে আরো দুই যাত্রী আহত হয়েছে।

নিহতরা হলেন, সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ইউনিয়নের কিছমত মেম্বার বাড়ির জয়নাল আবেদীন (৪০) ও পার্শ্ববর্তী হোসেনপুর গ্রামের জামাই ইমাম হোসেন।

বৃহস্পতিবার সকাল পৌনে নয়টায় বেলতলী থেকে অটোরিকশা যোগে উল্টো পথে পদুয়ার বাজার বিশ্বরোড যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি বলেন, ‘চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ইকোনো পরিবহনের একটি বাস ঢাকার দিকে যাচ্ছিল। বাসটি কুমিল্লার পদুয়ার বাজার ফ্লাইওভারের কাছে এলে বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী নিহত হন। আহত হন আরও দুজন।

‘মহাসড়কে কোনো অটোরিকশা চলাচল নিষিদ্ধ হলেও দুর্ঘটনাকবলিত অটোরিকশাটি রং সাইড দিয়েই আসছিল।’

আহতদের কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মরদেহগুলো হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান ওসি।