নিজস্ব প্রতিবেদক।।
রবিবার (১৮ সেপ্টেম্বর) কুমিল্লায় আসছেন ভারতের ত্রিপুরা রাজ্যের তিন স্বনামধন্য সাংবাদিক এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব।
দু’দিনের সফরে রোববার কুমিল্লায় আসছেন ত্রিপুরার সাংবাদিক অমিত ভৌমিক, অরিন্দম দে, বাচিক শিল্পী শাওলী রায়।
এ উপলক্ষে বিশিষ্ট এ তিন গণমাধ্যম কর্মী ও সাংস্কৃতিক ব্যক্তিত্বকে সংবর্ধনার আয়োজন করা হয়েছ।
কুমিল্লা রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ত্রিপুরার এই তিন অতিথিকে সংবর্ধনা এবং সম্মাননা প্রদান করা হবে।
কুমিল্লা প্রেসক্লাব মিলনায়তনে ওই সংবর্ধনা অনুষ্ঠানে প্রেসক্লাবের সভাপতিসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
গুনী এই তিন ব্যক্তিত্বের সংবর্ধনা অনুষ্ঠানে কুমিল্লার সাংবাদিক সাংস্কৃতিক ব্যক্তিত্ব সহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত থেকে তাদেরকে সম্মাননা জানাবেন।
এরই লক্ষে কুমিল্লা প্রেসক্লাবে সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছে কুমিল্লা রিপোর্টার্স ইউনিটি। আয়োজকদের অন্যতম একজন কুমিল্ল রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন জাকির বলেন ত্রিপুরার যে সাংবাদিক এবং গুণী ব্যক্তিরা আসছেন তাদেরকে সংবর্ধনা এবং সম্মাননা জানানোর জন্য আমরা সকল প্রস্তুতি গ্রহণ করেছি।