শেখ রাসেল দিবস উপলক্ষে কুমিল্লা জেলা পুলিশের চিত্রাংকন প্রতিযোগিতা

মোঃ জহিরুল হক বাবু।।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল দিবস ২০২২ উদযাপন উপলক্ষে কুমিল্লা জেলা পুলিশের আয়োজনে চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে কুমিল্লা পুলিশ লাইন্স মিলনায়তনে পুলিশ লাইন বিদ্যালয়ের প্রায় শতাধিক শিক্ষার্থী চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহন করেন।

কুমিল্লা জেলা পুলিশ সুপার আবদুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা অঞ্চলের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা উপ-পরিচালক রোকসানা ফেরদৌস মজুমদার, অতিরিক্ত পুলিশ সুপার কাজী আবদুর রহিম, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আফজাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার আশরাফুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার রাজন কুমার দাস, প্রধান শিক্ষক মোঃ তফাজ্জল হোসেন, সহকারী প্রধান শিক্ষক মোঃ আমিনুল ইসলাম, শিফট ইনচার্জ ফেরদৌসী বেগম।

মোঃ দুলাল হোসেন ও ইউসুফ আলীর উপস্থানায় বিচারক মন্ডলীর দায়িত্বে ছিলেন কুমিল্লা আর্ট স্কুলের অধ্যক্ষ সুলতান শহরীয়ার, পথিকৃৎ চারুশিল্পী পরিষদের সভাপতি চন্দন দেবরায়, নবাব ফয়জুন্নেছা সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ জিলানী আলম।

চিত্রাংকন প্রতিযোগিতা শেষে দুটি ক্যাটাগরীতে বিজয়ী ৯ জন প্রতিযোগীর মাঝে পুরুস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

You cannot copy content of this page