চৌদ্দগ্রামে ‘জুলেখা-জরিনা প্রাথমিক স্বাস্থ্য সেবাকেন্দ্র’ এর উদ্বোধন

মনোয়ার হোসেন, চৌদ্দগ্রাম প্রতিনিধি।।
পল্লী অঞ্চলে স্বাস্থ্যসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কুমিল্লার চৌদ্দগ্রামে ‘জুলেখা-জরিনা প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা সেবাকেন্দ্র’ এর উদ্বোধন করা হয়েছে।

সোমবার (৩১ অক্টোবর) সকালে উপজেলার ঘোলপাশা ইউনিয়নের ধনুসাড়া গ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্পূর্ণ সেবামূলক ও অলাভজনক এ প্রতিষ্ঠানের উদ্বোধন করেন সাবেক সিভিল সার্জন ও প্রতিষ্ঠানের চেয়ারম্যান ডা. মো: মজিবুল হক।

‘জুলেখা-জরিনা প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা সেবাকেন্দ্র’ এর প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক আবু নোমান মো: বজলুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ‘জুলেখা-জরিনা প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা সেবাকেন্দ্র’ এর প্রধান উপদেষ্টা মিসেস হাসিনা আক্তার।

উপস্থিত সকলকে আন্তরিক কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়ে এবং আগামীতেও প্রতিষ্ঠানের সকল কাজে স্থানীয়দের আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করে জুলেখা-জরিনা প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা সেবাকেন্দ্র’ এর প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক আবু নোমান মো: বজলুর রহমান তার বক্তব্যে বলেন, ‘গ্রামীণ জনপদের অবহেলিত মানুষদের কাছে স্বাস্থ্য সেবা আরো সহজলভ্য করতে ও স্বল্প বা নামমাত্র ব্যয়ে চিকিৎসা সেবা নিশ্চিতে জুলেখা-জরিনা প্রাথমিক পরীক্ষা সেবাকেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। মা-বোনদের স্বাস্থ্য সুরক্ষায় অবদান রাখতে পারলে প্রতিষ্ঠানটি ধন্য হবে। আমি আশা করছি আপনারা এ প্রতিষ্ঠান থেকে সেবা নিয়ে নিজেদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করবেন’।

‘জুলেখা-জরিনা প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা সেবাকেন্দ্র’ এর সার্বিক তত্ত্বাবধানে থাকবেন ডা. মশিউর রহমান জিকু ও ডা. শেখ নিলুফার ইয়াসমিন পুষ্প। এছাড়া প্রতিষ্ঠানটির পৃষ্ঠপোষকতায় থাকবেন ইঞ্জিনিয়ার এ এইচ এম আজাদুর রহমান জিসান ও ড. আনিকা বেনজির আশা।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সলাকান্দি উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক মাস্টার ইয়াছিন, হোমিওপ্যাথী চিকিৎসক মৌলভী আতর ইসলাম, সাবেক সেনা সদস্য মো: আহসান উল্লাহ, কুমিল্লা পপুলার হাসপাতালের ল্যাব ইনচার্জ কেফায়েত উল্লাহ, পল্লী চিকিৎসক কাজী জসিম উদ্দিন, চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ল্যাব টেকনিশিয়ান নাসরিন আক্তার মুক্তা, বিশিষ্ট সমাজসেবক আব্দুল লতিফ, মো: হেলাল ও আবুল কাশেম প্রমুখ।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

You cannot copy content of this page