
মনোয়ার হোসেন।।
কুমিল্লার চৌদ্দগ্রামে পৌরসভার ৯টি ওয়ার্ডে একযোগে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।
সোমবার (১৪ নভেম্বর) সকালে চৌদ্দগ্রাম পৌরসভা চত্ত্বরে এ উপলক্ষে আয়োজিত মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন চৌদ্দগ্রাম উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি ও পৌর মেয়র জিএম মীর হোসেন মীরু।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর সচিব মহি উদ্দিন ফয়েজী, পৌর প্যানেল মেয়র মিজানুর রহমান, কাউন্সিলর কামাল হোসেন, মোশারফ হোসেন, পৌর সেনেটারী ইন্সপেক্টর ইমাম হোসেন সজীব, ছাত্রলীগ নেতা রাকিব উদ্দিন লিমনসহ চৌদ্দগ্রাম পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।











