বুড়িচংয়ে সবজির আড়ৎ থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার

মো. জাকির হোসেন।।
কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার সবজি বাজার এলাকা থেকে এক আড়ৎ শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় বুড়িচং থানায় একটি অপমৃত্যু দায়ের হয়েছে। নিহত ব্যাক্তির নাম জজ মিয়া প্রকাশ্যে ইমন। সে নারায়নগঞ্জ জেলার নগর কাঁচপুর গ্রামে সিরাজুল ইসলামের ছেলে।

নিহতের স্ত্রী শামছুন্নাহার জানান, তার স্বামী দীর্ঘদিন ধরে হৃদরোগে আক্রান্ত ছিলো। সে দীর্ঘ ৭/৮ বছর ধরে নিমসার সবজি বাজারে শ্রমিকের কাজ করতো।

গত বৃহস্পতিবার সন্ধ্যায় জজ মিয়া বাড়ী থেকে নিমসার বাজারে আসে। রোববার সকালে শামসুন নাহার মোবাইল ফোনে জানতে পারেন তার স্বামী মৃত্যুবরণ করেছে।

বাজারের আরেক শ্রমিক মোজাম্মেল জানান, শনিবার সন্ধ্যায় নিহত জজ মিয়া তার রুম পরিস্কার করার জন্য ঝারু নিয়ে যায়। সকালে সে তার ঝারু আনার জন্য গেলে রুমের মধ্যে জজ মিয়াকে পরে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে দেবপুর পুলিশ ফাঁড়ীর উপ-পরিদর্শক (এস আই) রুহুল আমিন ঘটনাস্থলে পৌছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেন।

এ বিষয়ে বুড়িচং থানার ওসি মারুফ রহমান জানান, ভাড়া ঘরের কক্ষে রাতের কোনো এক সময় সে মারা যায়। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে। বুড়িচং থানাতে একটি অপমৃত্যুর মামালা করা হয়েছে।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

You cannot copy content of this page