চৌদ্দগ্রামে মুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্টকার্ড বিতরন

মনোয়ার হেসেন।।
কুমিল্লার চৌদ্দগ্রামে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রস্তুতকৃত বীর মুক্তিযোদ্ধাদের ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড বিতরন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ ডিসেম্বর) সকালে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে স্মার্ট কার্ড বিতরন করেন সাবেক রেলপথমন্ত্রী মুজিবুল হক মুজিব এমপি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেনের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন কুমিল্লা দঃ জেলা আ’লীগের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা জসিম উদ্দিন চৌধুরী, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুস ছোবহান ভুঁঞা হাসান, উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি ও পৌর মেয়র জি এম মীর হোসেন মীরু, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ রহমত উল্লা বাবুল, এল.জি.ইডির সাবেক প্রধান প্রকৌশলী ওয়াহিদুর রহমান, বীরমুক্তিযোদ্ধা বাহার রেজা বীরপ্রতীক, সাবেক সচিব বীরমুক্তিযোদ্ধা ড.আরিফুর রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা, বীরমুক্তিযোদ্ধা এয়ার আহম্মদ সেলিম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এ বি এম বাহার, উপজেলা আ’লীগের সহ সভাপতি আকতার হোসেন পাটোয়ারি, মুক্তিযোদ্ধা মমিনুর রহমান ফটিক, সাবেক চেয়ারম্যান জি এম জাহিদ হোসেন টিপু, উপজেলা প্রকৌশলী নুরুজ্জামান, উপজেলা ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা সুব্রত রায় প্রমুখ।

ডিজিটাল সার্টিফিকেট ও স্মাট কার্ড বিতরণ শেষে ২হাজার ৫০০’শ কৃষকের মাঝে ধান ও বীজ বিতরণ করেন মুজিবুল হক এমপি।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

You cannot copy content of this page